Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যে কোনও পরিবার তাঁদের বাড়িতে সন্তান আসার হলে গর্ভবতী সদস্যাকে সবচেয়ে ভাল হাসপাতালে দেওয়ার চিন্তাভাবনা করেন। সাধ্যমত তাঁরা সেখানে দেনও। এই হাসপাতালটি সেই গর্ভবতী নারীদের উপযুক্ত দেখভাল, সুদক্ষ চিকিৎসকদের দিয়ে প্রসব করানো এবং সদ্যোজাতর সর্বোচ্চ যত্নের জন্য খ্যাত।
যে জন্য হাসপাতালটির সুখ্যাতি তার চিকিৎসকের কাজ বাদ দিলে বাকি সবটাই কিন্তু সেখানকার সুদক্ষ নার্সরা করে থাকেন। তাঁদের জন্যই হাসপাতালটি মানুষের কাছে এত জনপ্রিয়।
যে নার্সরা দিনরাত এক করে গর্ভবতী ও সদ্যোজাতদের যত্ন করে চলেন তাঁদের ১৪ জন নার্স একসঙ্গে গর্ভবতী হয়েছেন। প্রাথমিকভাবে একটু চমকে দেওয়ার মত ঘটনা হলেও এটাই বাস্তব।
কারণ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই সেটি বিজ্ঞপ্তি জারি করে সকলকে জানিয়েছে। ফলে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি এই খবর।
আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
অনেকে মনে করছেন ওই নার্সরা একসঙ্গে কথা বলেই সন্তান ধারণের সিদ্ধান্ত নিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বেজায় খুশি এই ঘটনায়। তারাই জানিয়েছে এঁদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা প্রথমবার মা হতে চলেছেন।
আমেরিকার উইসকনসিনের গ্রিন বে-এর এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের ১৪ জন নার্সের একসঙ্গে গর্ভবতী হওয়া আলোড়ন ফেলে দিয়েছে। তাঁদের একসঙ্গে সন্তানসম্ভবা হিসাবে ছবি নজর কেড়েছে বিশ্বের।
তাঁরা প্রায় একসঙ্গেই মা হতে চলেছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের তরফে এটাও জানানো হয়েছে, তাদের নার্সরা তাঁদেরই সহকর্মী ও বন্ধুদের যত্ন পাচ্ছেন। এটা অবশ্যই হাসপাতালের জন্যও আনন্দের।