Bangla News Dunia, Pallab : অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, লিখিত পরীক্ষা ছাড়াই। পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
পদের নামঃ– পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে, দারওয়ান-কাম-নাইট গার্ড পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, নূন্যতম অষ্টম শ্রেণি পাশ। কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ থাকলেই এখানে আবেদনের যোগ্য।
বয়সঃ– Drawan-cum-Night Guard পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর। বয়স হিসাব করা হবে ৩১/০৩/২০২৫ তারিখের নিরিখে।
প্রার্থী বাছাইঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। এখানে লিখিত পরীক্ষা ছাড়াই, সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
ডকুমেন্টসঃ– পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি ফর্মের সাথে দিতে হবে তা হলো – আধার কার্ড/ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে প পাসপোর্ট সাইজের কালার ফটো।
মাসিক বেতনঃ– Drawan-cum-Night Guard পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ৬ হাজার টাকা করে।
আবেদন পদ্ধতিঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আগে থেকে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ এর দিন আবেদন ফর্ম ফিলাপ করে সাথে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। নোটিশে উল্লেখিত ঠিকানায় ও সময়ে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। অতএব পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিন।
ইন্টারভিউ এর স্থানঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, RTC Hall, Court Compound, Kachari Road, Purba Bardhaman। উক্ত ঠিকানায় অরিজিনাল ও জেরক্স সমস্ত নথি নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ এর তারিখঃ– 21/05/2025 দুপুর 12 টা, (Reporting time 11.00A.M)।
কাজের স্থানঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে কর্মস্থল হলো, Central Hostel for OBC Boys, Hatgobindapur, Purba Bardhaman।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের