বুধের গোচর মেষ রাশিতে , কোন রাশি কি ফল পাবে ? ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বুধের গোচর মেষ রাশিতে । ১৬ তারিখ রাত ৮টা ৫৪ মিনিটে মেষে বিচরণ শুরু করেছেন বুধ। ১ মে পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবেন গ্রহের যুবরাজ বুুুধ।

দেখুন কোন রাশি কি ফল পাবে ——-

মেষ :- সময় শুভ থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বৃষ :- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতরা শুভ ফল লাভ করবেন। আয় বৃদ্ধি হবে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন।

মিথুন :- সমাজে মান-সম্মান ও পদপ্রতিষ্ঠা বাড়বে।বন্ধুদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কট :- এই রাশির জাতকরা মিশ্র পরিণাম লাভ করবেন। চাকরিতে লাভের সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্যও সময় ভালো। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

সিংহ :- আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা :- চাকরি ও ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা :- আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। বুধের মেষে প্রবেশ আপনার জন্য শুভ।

বৃশ্চিক :- স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। অবসাদ বাড়তে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

ধনু :- অন্যের সহযোগিতা লাভ করবেন। চাকরিতে লাভের সম্ভাবনা রয়েছে। বুধের রাশি পরিবর্তন আপনার জন্য শুভ।

আরো পড়ুন :- জ্যোতিষ মতে , নতুন বর্ষে আর্থিক উন্নতির জন্য মেনে চলুন এই নিয়ম গুলি

মকর :- পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন।বিবাদ এড়িয়ে চলুন। ইতিবাচক থাকার ফলে চিন্তা ও অবসাদ থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে।

কুম্ভ :- আপনার বিচারধারা সকলকে প্রাভাবিত করবে। আত্মবিশ্বাস বাড়বে। সাফল্য লাভ করবেন।

মীন :- পারিবারিক জীবন ভালো কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। চাকরি ও ব্যবসায় লাভের যোগ রয়েছে।

#Astro_Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন