Bangla News Dunia, দীনেশ :- এই তীব্র গরমে এখনই স্কুল শুরু হচ্ছে না। হ্যাঁ, রাজ্য জুড়ে চলা প্রচন্ড দাবদাহের মাঝে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এখনই স্কুল খোলার সম্ভাবনা নেই, বরং আরো ৭ দিন গরমের ছুটি থাকবে। এমনটাই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে।
কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য?
প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ২ জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও রাজ্যে যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে শিক্ষা দপ্তর এবং নবান্ন ফের ছুটি বাড়ানোর পরিকল্পনা করেছে। কারণ এই তীব্র গরমে শিশুদের স্কুলে পাঠানো মানেই স্বাস্থ্যের ঝুঁকি।
চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যজুড়ে কিছুটা হলেও স্বস্তির আবহাওয়া ছিল। কখনো কালবৈশাখী, কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছিল। তবে মে মাস পড়তেই যেন আগুনের গোলা ঝরছে। দিনের পর দিন পারদ ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়ে ফেলছে। কলকাতা, মালদা, বাঁকুড়া, বীরভূম কোথাও যেন রেহাই নেই।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন
বর্ষা আসলে মিলতে পারে স্বস্তি
তবে আবহাওয়া দপ্তরের সূত্র মারফত খবর, জুন মাসের প্রথমে বাংলায় বর্ষা দেখা যেতে পারে। তবে তা এখনো নিশ্চিত সতর্কবার্তা নয়। যদি বর্ষা সময় মতো না আসে, তাহলে রাজ্যের তাপ প্রবাহের হার আরো বাড়বে। তাই রাজ্য সরকার আরও ৭ দিনের জন্য ছুটি বাড়াতে চাইছে।
এক সূত্র মারফত জানা গিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আর স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিয়ে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই মনে করছে সবাই।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
এখনো কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি নয়
তবে এই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনোরকম অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। এমনকি স্কুল প্রধান এবং অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আর এই অস্বাভাবিক গরমে একদিকে যেমন সাধারণ মানুষ নাভিশ্বাস হয়ে উঠছে, তেমনই শিশুরা বাইরে বেরোলেও তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। আর সে কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই বিরাট সিদ্ধান্ত। এখন দেখার স্কুল খোলার অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়।
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন