‘War 2’ টিজারে হৃতিককে জোর টক্কর জুনিয়র এনটিআরের, দেখে নিন টিজার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হোয়াট আ পাঞ্চ ৷ জুনিয়র এনটিআরের জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হতে পারে অনুরাগী থেকে দর্শকদের জন্য ৷ হাজির ‘ওয়ার 2’ (WAR 2) টিজার ৷ দক্ষিণী অবতারের এমন লুক আর রাশভারী কণ্ঠ বাড়াল উত্তেজনার পারদ ৷ মঙ্গলবার কথা মতো, হৃতিক রোশন (HRITHIK ROSHAN), জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার 2’ ছবির অ্যাকশনে ভরপুর দমদার টিজার প্রকাশ্যে ৷ ইতিমধ্যেই নেটপাড়ায় টিজার দেখে দর্শকদের উন্মাদনা তুঙ্গে ৷ ‘ওয়ার’-এর সিক্যুয়েল এই ছবি আরও বড় ধামাকা দিতে প্রস্তুত ৷ তা 1 মিনিট 12 সেকেন্ডের টিজারেই স্পষ্ট ৷

দুর্ধর্ষ অ্যাকশন, অসাধারণ গ্রাফিক্স তাক লাগানোর মতো ৷ তবে চমকে দিয়েছেন জুনিয়র এনটিআর (JR NTR) ৷ গ্রিকগডের বিপরীতে এনটিআরের ভয়েসে যেভাবে টিজার শুরু হয়েছে তা মারাত্মক ৷ ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ‘আরআরআর’ খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন ৷ হৃতিকের এই ছবির প্রথম পার্টও ছিল সুপারহিট ৷ যদিও ছবির প্রথম পর্বের পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ ৷ তাঁর হাত ধরে 150 কোটি টাকায় তৈরি ‘ওয়ার’ বক্সঅফিসে 475 কোটি টাকা আয় করেছিল ৷ প্রথম পার্টে হৃতিকের বিপরীতে দেখা যায় টাইগার শ্রফকে ৷

আরও পড়ুন:- এশিয়াজুড়ে হু-হু করে বাড়ছে সংক্রমণ, কী পরিস্থিতি? জানুন

‘ওয়ার’ ছবির গল্পও তৈরি হয়েছে একজন গুপ্তচরকে কেন্দ্র করে ৷ ছবির মুখ্য চরিত্রের নাম কবির ৷ এবার কবিরের সামনে এনটিআর ৷ টিজারে এনটিআরের কণ্ঠে শোনা যায়, “আমার নজর অনেকদিন ধরে কবির তোমার ওপর আছে ৷ ভারতের সেরা জওয়ান ৷ র-এর সেরা এজেন্ট ৷ ছিলে, কিন্তু এখন নয় ৷” হৃতিকের মারকাঠারি অ্যাকশনের পর এনটিআরের ভারি কণ্ঠে ভেসে আসে, “তুমি আমাকে জানো না ৷ কিন্তু এবার জেনে যাবে ৷”

পাশাপাশি প্রথমবার বিকিনি শটে ঝড় তুললেন কিয়ারা আদবানিও ৷ সোনালি রঙের বিকিনিতে কিয়ারার এক ঝলক এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, হৃতিককে ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা গেলেও এনটিআরকে নাকি দেখা যাবে নেতিবাচক চরিত্রে ৷ তবে সত্যিই কি তাই ? তা জানা যাবে ছবি মুক্তির পরেই ৷ ‘ওয়ার 2’ সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া ৷ স্ক্রিনপ্লে লিখেছেন শ্রীধর রাঘবন ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রীতম ৷ গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ সিনেমা মুক্তি পাবে 14 অগস্ট ৷

আরও পড়ুন:- মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন