Bangla News Dunia, Pallab : বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে (Weather Update)। ফলে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। বৃহপ্সতিবার ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলা গুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার ঝড়ের বেগ থাকতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?