১ টনের এসি রোজ ৮ ঘণ্টা চালালে কত টাকা খরচ হবে ? হিসেবে বুঝে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তীব্র তাপ এবং প্রখর রোদ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সেই কারণেই এখন সব বাড়িতেই এসি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

কিন্তু এসি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিলও অনেক বেশি আসে। কারণ এসি প্রচুর বিদ্যুৎ খরচ করে। বাজারে বিভিন্ন টনের এসি পাওয়া যায়।যদি আপনি এক টনের এসি ব্যবহার করেন এবং এটি দিনে ৮ ঘণ্টা ব্যবহার করুন। তাহলে এসি কত ইউনিট বিদ্যুৎ খরচ করবে?

আপনাকে বিভিন্ন দিক পরীক্ষা করতে হবে। প্রথমত, আপনি কোন এসি ব্যবহার করছেন। এটা কি ইনভার্টার ছাড়া নাকি ইনভার্টার ছাড়া? আর ওই এসির রেটিং কত?

ধরুন আপনার যদি একটি ফাইভ স্টার ১ টন ইনভার্টার এসি থাকে এবং আপনি এটি প্রতিদিন ৮ ঘণ্টা চালান।

আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন

তাহলে আপনার দৈনিক ইউনিট ৫.৫ ইউনিট হতে পারে। তার মানে আপনি ৩০ দিনে ১৬৫ ইউনিট খরচ করতে পারবেন।

অন্যদিকে যদি আপনি থ্রি স্টার ইনভার্টার এসি ব্যবহার করেন। তাহলে তার একদিনের ইউনিট ১ ঘণ্টায় ১ ইউনিট হারে ৮ ইউনিট হতে পারে। যেখানে একই নন-ইনভার্টার এসি ৯.৬ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে।এবার আপনি আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট প্রতি দাম দিয়ে গুন করে নিলেই দৈনিক ও মাসের হিসেব পেয়ে যাবেন।

আমরা আপনাকে বলি যে আমরা আপনাকে যে গণনাটি দিয়েছি তা সাধারণ ব্যবহারের উপর ভিত্তি করে। যেখানে এসি ২৪ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রায় চালানো হয়।

অন্যদিকে যদি আপনি ২৪ ডিগ্রির কম তাপমাত্রায় এসি চালান। তাহলে এসি প্রত্যাশার চেয়ে বেশি ইউনিট বিদ্যুৎ খরচ করতে পারে। বিদ্যুৎ বিল বাঁচাতে চাইলে। তাই আপনার এসি ২৪ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় চালানো উচিত।

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন