পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জম্মু-কাশ্মীরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ! জানুন কি উদ্দেশে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে পালটা প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন, ক্ষেপণাস্ত্রর মাধ্যমে পালটা হামলার চেষ্টা চালায় পাক সেনা। যা ভারতীয় সেনা রুখলেও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, প্রাণও হারিয়েছেন অনেকে। তাই এবার এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল (Delegation)।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। আগামী ২১ থেকে ২৩ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি পরিদর্শন করবে দলটি।

এই প্রতিনিধিদলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া এবং মমতা ঠাকুর। উপত্যকায় পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাকার কর্তৃপক্ষ এবং স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন