Bangla News Dunia, Pallab : পহলগামে নিরীহ পর্যটকদের খুন করার জবাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই অভিযান নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S. Jaishankar) একটি মন্তব্যকে হাতিয়ার করে বিরোধী শিবিরের প্রশ্ন, ভারতীয় সেনার গোপন অপারেশনের কথা কি আগেই পাকিস্তান সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল? আর সেই তথ্য সরবরাহ করেছিল বিদেশমন্ত্রক? সোমবার বিদেশমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাহুল গান্ধি। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, ‘সেনা অভিযানের কথা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়া তো অপরাধ। বিদেশমন্ত্রীকে এমন অপরাধ করার অধিকার কে দিয়েছে?’।
আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিদেশমন্ত্রীর এই নীরবতা নিন্দনীয়। আমি আবার জিজ্ঞাসা করছি, অপারেশন সিঁদুরের কথা ফাঁস হওয়ায় ভারতের কয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে?’ রাহুলের (Rahul Gandhi) পোস্ট করা ভিডিও ফুটেজে জয়শংকরকে বলতে শোনা গিয়েছে, ‘অভিযানের শুরুতেই আমরা জঙ্গিদের বিরুদ্ধে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিলাম। পাক সেনা বা তাদের সামরিক পরিকাঠামোকে নিশানা করা হবে না বলেও জানানো হয়েছিল।
বিরোধী দলনেতার কথার রেশ ধরে সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘আমাদের এটাও জানা দরকার যে আগে থেকে সতর্ক করার কারণেই জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার নিরাপদ জায়গায় সরে যেতে পেরেছিলান কি না।’ দলের সাংসদ মণিকম ঠাকুর এক্স পোস্টে লিখেছেন, ‘সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল যখন জাতীয় নিরাপত্তার বিষয় উত্থাপন করে, তখন মন্ত্রীরা জবাব দিতে বাধ্য থাকেন। তারপরেও বিদেশমন্ত্রক নীরব। এই নীরবতা গুরুতর প্রশ্ন তুলছে। কেন পাকিস্তানকে আগে থেকে জানানো হয়েছিল?’
কংগ্রেসের অভিযোগ মানতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। তাদের পালটা যুক্তি, বিদেশমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি জানিয়েছিলেন, সেনা অভিযানের শুরুর দিকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল। সেটাকেই এখন অভিযানের আগে করা হয়েছিল বলে প্রচার চলছে। জয়শংকরের হয়ে সরব হয়েছে বিজেপিও। দলের মুখপাত্র তুহিন সিনহার দাবি, ভুয়ো খবর ছড়াচ্ছেন রাহুল।