Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি মরসুমে আরও ৯ ম্যাচ বাকি। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল IPL কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে যাতে ম্যাচ ভেস্তে না যায়, ২০ ওভারের ম্যাচই করা যায়, সেজন্য অতিরিক্ত ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই অতিরিক্ত সময় শুধুমাত্র প্লে-অফ ম্যাচের জন্য রাখা হত। তবে চলতি বছরে বাকি থাকা সব ম্য়াচগুলোর জন্যই এই নিয়ম লাগু করা হচ্ছে।
বৃষ্টির কারণে এবারের আইপিএল-এ একাধিক ম্যাচ ভেস্তে গেছে। বর্ষণের সম্ভাবনায় কলকাতা থেকে দুটো ম্য়াচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিতে হয়েছে। এবার বর্ষাও দেশে আগাম প্রবেশ করতে পারে। তার প্রভাব যেন খেলার উপর না পড়ে সেজন্যই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বাকি নটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ সন্ধেবেলা শুরু হবে। কেবল ২৫ মে গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচটি বিকেলে আছে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, সন্ধ্যার ম্যাচগুলির জন্য নির্ধারিত শেষ সময় রাত ১০:৫০। বিকেলের ম্যাচের জন্য সময়টি সন্ধ্যা ৬:৫০। নতুন নিয়ম অনুযায়ী, দুই ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করলে পূর্ণাঙ্গ ২০ ওভারের খেলা রাত ৯:৩০ মিনিটে অথবা বিকেল ৫:৩০ মিনিটেও শুরু হতে পারে।
আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন
এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এর তিনটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। যার জেরে দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে।কদিন থেকে বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। সেজন্য ২৩ মে SRH-এর বিরুদ্ধে RCB-এর শেষ হোম ম্যাচটি লখনউতে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে মঙ্গলবারই জানা যায়, ইডেনে হচ্ছে না আইপিএল-এর ফাইনাল। ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাতেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যে সূচি দেওয়া হয়েছিল সেই মোতাবেক, ফাইনাল হওয়ার কথা কলকাতাতেই। উদ্বোধনী ম্যাচও হয়েছিল ইডেন গার্ডেন্সে। ফাইনালের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ার কথাও ছিল। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে মাঝ রাস্তায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। বাকি থাকা ম্যাচগুলোর জন্য সূচিও নতুন করে বানানো হয়। তখনই ভেন্যু থেকে বাদ পড়ে কলকাতা।
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন