উত্তরবঙ্গের প্রায় 450 কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তা কার্যত স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ৷

এদিন উত্তরবঙ্গবাসীদের জন্য সরকারি পরিষেবা প্রদান করেন তিনি ৷ মূলত, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানে প্রায় 2 লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেন তিনি ।

তাছাড়া তিনটি জেলার মোট 365টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । যার মোট অর্থমূল্য 250 কোটি 54 লক্ষ 32 হাজার টাকা । এরই সঙ্গে 134টি প্রকল্পের শিলান্যাস করা হয় । যার অর্থমূল্য প্রায় 189 কোটি 42 লক্ষ 52 হাজার টাকা ৷

Mamata Banerjee

প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষকবন্ধু মৃত্যুকালীন সহায়তা, চোখের আলো প্রকল্প, যোগ্যশ্রী, ক্যাশ ক্রেডিট লোন (আনন্দধারা), সংখ্যালঘু ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়তার জন্য মেয়াদি ঋণ প্রদান, সবুজ সাথীর সাইকেল প্রদান, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, জমির পাট্টা প্রদান, ধামসা-মাদল বাদ্যযন্ত্র প্রদান-সহ একাধিক প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান করেন ।

Mamata Banerjee

প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

 

একনজরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য কী কী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জলপাইগুড়ির:

  • মালবাজার ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প ৷ খরচ হয়েছে 31 কোটি 8 লক্ষ টাকা ৷
  • রাজগঞ্জ ব্লকে সাহুডাঙ্গি থেকে বেলাকোবা রাস্তা, 23 কোটি 13 লক্ষ টাকা খরচ ।
  • মালবাজার ব্লকে গজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা নির্মাণ ৷ খরচ হয়েছে 16 কোটি 42 লক্ষ টাকা ।
  • বেরুবাড়ি গ্যাস ইন্সুলেটেড সাব স্টেশন, খরচ 10 কোটি টাকা ।
  • 8 কোটি 67 লক্ষ টাকা ব্যয়ে বানারহাট ব্লকে গয়েরকাটা-রামসাই-মধুবনী পার্কের কাছে মাচুয়া নদীর উপর আরসিসি সেতু ।
  • মালবাজার ব্লকে চেংমারী পিডব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খাল পাড়া জুনিয়র হাইস্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ 8 কোটি 64 লক্ষ টাকা ।
  • জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ, খরট সাড়ে চার কোটি টাকা ।
  • মিনগ্লাস চা-বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্প ৷ খরচ হয়েছে 4 কোটি 6 লক্ষ টাকা ।
  • জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণ, খরচ 4 কোটি টাকা ।
  • ধূপগুড়ি কৃষকবাজারের পরিকাঠামো উন্নয়ন, খরচ 3 কোটি 61 লক্ষ টাকা ।
  • রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহর হাইস্কুল ভায়া মরাডাঙ্গি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, খরচ 3 কোটি 17 লক্ষ টাকা ।
  • ধূপগুড়ি ব্লকে গিলান্ডি নদীর উপর সুরক্ষা কাজ ও রাস্তা-সহ জয়েস্ট সেতু নির্মাণ, খরচ 2 কোটি 99 লক্ষ টাকা ।
  • মালবাজার ব্লকে সুখা ঝোরার উপর বক্স কালভার্ট নির্মাণ, খরচ 2 কোটি 99 লক্ষ টাকা ।
  • ময়নাগুড়ি ব্লকে দ্বারিকামারিতে সালমারা নদীর উপর জয়েস্ট সেতু নির্মাণ, খরচ 2 কোটি 90 লক্ষ টাকা ।
  • ক্রান্তি ব্লকে রাজাডাঙ্গা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ 2 কোটি 89 লক্ষ টাকা ।
  • রাজগঞ্জ ব্লকে তালমা নদীর উপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ-সহ জয়েস্ট সেতু নির্মাণ, খরচ 2 কোটি 74 লক্ষ টাকা ।
  • নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ 2 কোটি 69 লক্ষ টাকা ।
  • মাল ব্লকে গোলাপ চাঁদের দোকান থেকে দমদিম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এনজি ডিভিশন অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ, 2 কোটি 68 লক্ষ টাকা খরচ হয়েছে ।
  • এছাড়া, আরও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জল, পানীয় জলের নলকূপ, দোকানঘর, মাদ্রাসা, লাইব্রেরি, মিড-ডে মিল ডায়নিং হল, বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়ন-সহ অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন হয়েছে ।

আলিপুরদুয়ার:

  • জেলায় 43টি প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । যার অর্থমূল্য 71 কোটি 52 লক্ষ 87 হাজার টাকা ।
  • চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা-বাগানে চা শ্রমিকদের জন্য 298টি বাড়ি নির্মাণ, খরচ 20 কোটি 20 লক্ষ টাকা ।
  • আলিপুরদুয়ার পুরসভায় তিনটি বক্স কালভার্ট-সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন, খরচ 9 কোটি 31 লক্ষ টাকা ।
  • বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যাবিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড, খরচ 8 কোটি 99 লক্ষ টাকা ।
  • ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা-বাগান এলাকায় পানীয় জল প্রকল্প, খরচ 7 কোটি 17 লক্ষ টাকা ।
  • আলিপুরদুয়ার পৌরসভায় আলিপুরদুয়ার শহরে 12টি রাস্তার মানোন্নয়ন, খরচ 7 কোটি টাকা ।
  • কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধওলা রাস্তায় 2টি বক্স কালভার্ট নির্মাণ, খরচ 3 কোটি 15 লক্ষ টাকা ।
  • কালচিনি ব্লকে হ্যামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ, 2 কোটি 66 লক্ষ টাকা ।
  • মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর উপর জয়েস্ট সেতু নির্মাণ, 2 কোটি 2 লক্ষ টাকা ।
  • এছাড়াও, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ওল্ড এজ হোম, সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্প-সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন করা হয়েছে ।

আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন

শিলিগুড়ি মহকুমা পরিষদ:

  • এখানে 20টি প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । যার অর্থমূল্য 47 কোটি 30 লক্ষ টাকা ।
  • বর্ধমান রোডের মানোন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ, খরচ 9 কোটি 88 লক্ষ টাকা ।
  • মাটিগাড়া ব্লকে 33/11 কেভি সাবস্টেশন নির্মাণ, খরচ 7 কোটি 41 লক্ষ টাকা ।
  • মাটিগাড়া ব্লকে 6টি, ফাঁসিদেওয়া ব্লকে 5টি এবং নকশালবাড়ি ব্লকে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, খরচ 6 কোটি 1 লক্ষ টাকা ।
  • বিদ্যুৎ ভোল্টেজের মানোন্নয়ন করার জন্য শিলিগুড়িতে বিদ্যুৎ প্রকল্প, খরচ 3 কোটি 73 লক্ষ টাকা ।
  • তরাই চা-বাগানে পানীয় জল প্রকল্প, খরচ 3 কোটি 35 লক্ষ টাকা ৷
  • এছাড়াও, আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, মাইনরিটি হস্টেল, মিনি মার্কেট, সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প, চা-বাগানে ক্রেশ ইত্যাদির উদ্বোধন করা হয়েছে ।

একনজরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য কী কী প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • বানারহাট ব্লকে 30 শয্যাবিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণ, খরচ হবে 30 কোটি 33 লক্ষ টাকা ।
  • ধূপগুড়ি মহকুমায় 100 শয্যাবিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ, খরচ হবে 28 কোটি 76 লক্ষ টাকা ।
  • মাল থেকে বড়দিঘি পর্যন্ত 9.2 কিমি রাস্তা সংস্কার, খরচ হবে 13 কোটি 47 লক্ষ টাকা ।
  • মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাইস্কুলের কাছে চাংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড নির্মাণ, খরচ হবে 8 কোটি 64 লক্ষ টাকা ।
  • জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প, খরচ হবে 8 কোটি 32 লক্ষ টাকা ।
  • জলপাইগুড়ি সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, খরচ হবে 5 কোটি 48 লক্ষ টাকা ।
  • 38টি মডেল স্কুল নির্মাণ, খরচ হবে 5 কোটি টাকা ।
  • রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে 10 শয্যাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, খরচ হবে 4 কোটি 31 লক্ষ টাকা ।
  • জেলার বিভিন্ন ব্লকে 350টি স্থানে সোলার লাইট স্থাপন, 2 কোটি 2 লক্ষ টাকা ।
  • ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড, খরচ হবে 7 কোটি 16 লক্ষ টাকা ।
  • কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজ, খরচ হবে 1 কোটি 39 লক্ষ টাকা ।
  • আলিপুরদুয়ার 2 ব্লকের বোরাগাড়ি অঞ্চলে গদাধর নদীর ডান তীরের সংরক্ষণের কাজ, খরচ হবে 42 লক্ষ 57 হাজার টাকা ।
  • আলিপুরদুয়ার পুরসভায় মনোজিত নাগ বাস স্ট্যান্ডের কংক্রিটি পেভমেন্ট, খরচ হবে 40 লক্ষ টাকা ।
  • শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, খরচ হবে 47 কোটি 15 লক্ষ টাকা ।
  • বাতাসি মোড় থেকে পূর্ব বোদরা রাস্তা নির্মাণ, খরচ হবে 6 কোটি 57 লক্ষ টাকা ।
  • অটল চা-বাগান থেকে হাওদাভিটা ভায়া সন্তুগাছ রাস্তা নির্মাণ, খরচ হবে 6 কোটি 29 লক্ষ টাকা ।
  • 31 নম্বর জাতীয় সড়কের মঙ্গলসিং থেকে গেদলাজোট পর্যন্ত রাস্তার মানোন্নয়ন, খরচ হবে 4 কোটি 44 লক্ষ টাকা ।
  • শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন, খরচ হবে 3 কোটি 99 লক্ষ টাকা ।
  • বিভূতি মণ্ডলের বাড়ি থেকে দীগেন সিংহর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ হবে 3 কোটি 51 লক্ষ টাকা ।
  • আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ হবে 3 কোটি 47 লক্ষ টাকা ।
  • বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বুখঢালা পর্যন্ত রাস্তা নির্মাণ, খরচ হবে 3 কোটি 21 লক্ষ টাকা ।
  • মাটিগাড়া ব্লকে পঞ্চনয় নদীর ডানতীর বরাবর সংরক্ষণের কাজ, খরচ হবে 3 কোটি 5 লক্ষ টাকা ।
  • এছাড়াও, আরও অনেকগুলি রাস্তা, কংক্রিট ড্রেন, পানীয় জল, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, সোলার লাইট-সহ, বাঁধের সংরক্ষণ কাজ, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, ফিশ মার্কেট, বক্স ব্রিজ ইত্যাদি ।

 

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন