চাষিদের ১৫৮ কোটি টাকা দিল রাজ্য, সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে টাকা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকার ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষিকে ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। এই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি রবি মরসুমে আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় বাংলার ১ লক্ষেরও বেশি আলুচাষীকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৫৮ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল। আমি বাংলার সকল কৃষক ও তাঁদের পরিবার-পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন।”

চলতি রবি মরসুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় বহু আলু চাষি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ তাঁদের অনেকটাই স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন