Bangla News Dunia , দীনেশ :- ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সাফল্য এবং সন্ত্রাস দমনে ভারতের ভূমিকা বিশ্ব দরবারে তুলে ধরতে বুধবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সর্বদল প্রতিনিধিদের তৈরি বিশেষ টিমগুলির সফর। দেশে দেশে ঘুরবে এই প্রতিনিধিদল (All party delegation)। ২১ মে থেকে ৫ জুন এই প্রচার অভিযান চলবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক সহ ৫৯ জন সাংসদ নিয়ে তৈরি সাতটি প্রতিনিধি দল যাবে ৩৩টি দেশে। জানা গিয়েছে, পাকিস্তান কী ভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে? বিশ্বের সামনে মিথ্যাচার করে অর্থ সংগ্রহ করতে চাইছে, সেইসব তথ্য তুলে ধরবে সাত টিম। বিদেশ সচিব বিক্রম মিস্রি জঙ্গি হামলায় পাকিস্তানের ভূমিকা এবং সন্ত্রাসবাদীদের দমনে ভারতের পরিকল্পনা প্রতিনিধি দলের সদস্যদের বুঝিয়ে দেন।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন
সাত প্রতিনিধি দলের মধ্যে এদিন রওনা হচ্ছে দুই প্রতিনিধি দল। একটি দল যাবে জাপান এবং অন্য দলটি আরব আমিরশাহী। এর মধ্যে একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাবেন আরও চার দেশে। সেজন্য এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার ৫টি দেশ যাবে বলে জানা যাচ্ছে। জনতা দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল যাচ্ছে জাপান। এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সলমান খুরশিদ এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। ২২ মে জাপানে বৈঠক সেরে এই প্রতিনিধি দল ২৪ মে যাবে দক্ষিণ কোরিয়া, ২৭ মে সিঙ্গাপুর, ২৮ মে ইন্দোনেশিয়া এবং ৩১ মে মালয়েশিয়া।
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন
শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আরব আমিরশাহী রওনা হচ্ছে অপর প্রতিনিধি দল। এই দলের সদস্য বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ, আইইউএমএল সাংসদ ইটি মহম্মদ বশির, বিজেপি সাংসদ অতুল গর্গ, বিজেডি সাংসদ সম্বিত পাত্র, বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র, এসএস আলুওয়ালিয়া, রাষ্ট্রদূত সুজন চিনয়। আরব আমিরশাহীতে বৈঠক শেষে এই প্রতিনিধি দল যাবে ২৪ মে কঙ্গো, ২৮ মে সিয়েরা লিওন এবং ৩১ মে লাইবেরিয়া।
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন