ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার ! খতম ৩০ মাওবাদী

By Bangla News Dunia Dinesh

Published on:

Kashmir Terrorist and Army

Bangla News Dunia, Pallab : ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম অন্তত ৩০ মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ নকশাল নেতা বাসবরাজ। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় মাওবাদী দমনে অভিযান শুরু হয়। এদিন জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এনকাউন্টারে অন্তত ৩০ জন মাওবাদী নিহত হয়েছে। তাঁদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজও রয়েছেন। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সাধারণ সম্পাদক পদে ছিলেন। দেশের নিরাপত্তা সংস্থাগুলি তাঁকে বহুদিন ধরে খুঁজছিল।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বুধবার সকালে আবুঝমাদের ওই অভিযানে নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াড়ার ডিআরজির সদস্যরা অংশ নিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা এদিন অভিযান চালান। মাওবাদীরা প্রথমে গুলি চালায়। এরপর জওয়ানরা পালটা জবাব দেন।

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন