পেতে পারেন মাসে ৫,০০০ স্টাইপেন্ড ! সঙ্গে বীমার সুবিধাও , জানুন কিভাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত সহ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী এবং সদ্য পাস করা তরুণ তরুণীদের দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে Internshala Mega Internship 2025। এই কর্মসূচির আওতায় মাসে ৬,০০০ পর্যন্ত স্টাইপেন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এর বাস্তব রূপ এবং উপকারিতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন তাই আজকলর প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত বলতে যাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি নিয়ে বিস্তারিত। নিচে শেষ পর্যন্ত পড়ুন 

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

মেগা ইন্টার্নশিপ স্প্রিন্ট ২০২৫ সম্পর্কে জেনে নেওয়া যাক :

এই কর্মসূচি মূলত PM Internship Scheme (PMIS)-এর অংশ বলে জানা যাচ্ছে যা। তাই এটি একটি সরকারি উদ্যোগ, যার লক্ষ্য আগামী ৫ বছরে এক কোটি ইন্টার্নশিপ প্রদান করা। দেশের শীর্ষস্থানীয় ৫০০ কোম্পানি এতে অংশগ্রহণ করতে চলেছে, যার মধ্যে রয়েছে Maruti Suzuki, L&T, Mahindra, TCS, Reliance Industries এবং আরও অনেক নামী প্রতিষ্ঠান। এই সমস্ত নানা কোম্পানিতে এই সুযোগ পেতে পারেন।

PMIS 2025-এর মূল বৈশিষ্ট্য

  • এই ইন্টার্নশিপের সময়কাল:  মোট ১২ মাস (৬ মাস হাতে-কলমে প্রশিক্ষণ সহ)।
  • মাসিক স্টাইপেন্ড: প্রতি মাসে ৫,০০০ এবং একবারের জন্য ৬,০০০ অনুদান দেওয়া হয়।
  • ট্রেনিং এর অবস্থান: ভারতের ৭৩০টি জেলার প্রতিটিতে উপলব্ধ।
  • যোগ্যতা সমূহ: ১০ম, ১২শ, আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা বা সাধারণ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল
  • আবেদন বয়সসীমা: ১৮ থেকে ২৪ বছর (OBC/SC/ST প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড়)।
  • ইন্ডাস্ট্রি সমূহ: আইটি, অটোমোবাইল, ব্যাঙ্কিং, মার্কেটিং, হসপিটালিটি, ইত্যাদি।
  • আবেদন ফি: একেবারেই নেই।
  • বীমা কভারেজ: Jyoti Bima ও Pradhan Mantri Suraksha Bima Yojana অন্তর্ভুক্ত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন