Bangla News Dunia, Pallab : সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিএ (Arrear DA Calculation) নিয়ে নির্দেশ দিয়েছে যে, তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী, পেনশন ভোগী এবং অনুদান প্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) ২৫% অর্থাৎ ১০,৪৪২.৭৩ কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। রাজ্য সরকার স্বীকার করেছে যে, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বকেয়া ডিএ পরিমাণ ৪১,৭৭০.৯৫ কোটি টাকা।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
Arrear DA Calculation for Government Employees
এই বকেয়া ডিএর মধ্যে রয়েছে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অনুদানপ্রাপ্ত কর্মীদের পাওনা, ডিএর বকেয়া হিসাব ২০১৫ সালের পরবর্তী সময়ের জন্য এখনও নির্ধারিত হয়নি। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আর্থিক অক্ষমতার দাবি খারিজ করে দিয়েছে এবং বলেছে যে, রাজ্যের পর্যাপ্ত অর্থ রয়েছে এই বকেয়া পরিশোধের জন্য। আদেশ অনুযায়ী, ২৫% বকেয়া অর্থ তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে, এই নির্দেশ পালন না করলে, আগস্ট ২০২৫ এ নির্ধারিত পরবর্তী শুনানি স্থগিত হতে পারে।
বর্তমান DA-র হার কত?
২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্য সরকার ৪% ডিএ বৃদ্ধি করেছে, ফলে এখন রাজ্য সরকারি কর্মীরা মোট ১৮% ডিএ পাচ্ছেন, তবে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩% ডিএ পাচ্ছেন, ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএর ফারাক দাঁড়িয়েছে ৩৫%। ROPA 2009 অনুসারে এই হিসাব করতে হবে সকল কর্মীদের সেই সম্পর্কে জেনে নেওয়া উচিত সকলের।
How to Arrear DA Calculation Done?
যদি কারও বেসিক বেতন ২০,০০০ হয়, তাহলে ২৫% বকেয়া ডিএ হবে ৫,০০০, বেসিক বেতন ২৬,০০০ হলে, বকেয়া ডিএ হবে ৬,৫০০, এই হিসাব মাসিক ভিত্তিতে করা হয়েছে এবং মোট বকেয়া নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সময়কাল বিবেচনা করতে হবে। আর এই যে ২৫% ভাতার কথা বলা হয়েছে সেই টাকা একেবারে নয় ধাপে ধাপে দেওয়া হবে বা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।