সুখবর! পিএম কিষানের ২০ তম কিস্তির টাকা শীঘ্রই ঢুকবে, স্ট্যাটাস চেক করুন এইভাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার (PM Kisan) অধীনে ২০ তম কিস্তির ২,০০০ টাকা জুলাই ২০২৫ এর প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি, পূর্ববর্তী কিস্তির অভিজ্ঞতা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে অর্থ স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের (Indian Farmers) জন্য এই প্রকল্প নিয়ে আরও কিছু খবর সম্পর্কে জেনে নেওয়া যাক।

PM Kisan Money for Indian Farmers

কিস্তির অর্থ প্রাপ্তির জন্য পিএম কিষান ই-কে.ওয়াই.সি (PM Kisan e-KYC) সম্পন্ন করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে কিস্তির অর্থ প্রাপ্তি বিলম্বিত হতে পারে বা বাতিল হতে পারে। এই সহজ কাজটি করার জন্য পিএম কিষানের ওয়েবসাইটে যান, ‘Farmer Corner’ সেকশনে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন, আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন, ওটিপি (OTP) দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন

পিএম কিষান টাকা কবে ঢুকবে?

PM Kisan টাকা পাওয়ার জন্য আপনার নাম জমির রেকর্ডের সাথে সংযুক্ত করা আবশ্যক, নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করুন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশন নম্বর ও জমির কাগজ পত্র সঙ্গে নিয়ে যান, আবেদন পত্র পূরণ করে জমা দিন ও যাচাই সম্পন্ন করুন, আপনার আধার নম্বর ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত করা আবশ্যক। ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিংক করানোর জন্য, নিকটস্থ ব্যাংক শাখায় যান, আধার কার্ড ও ব্যাংক পাস বুক সঙ্গে নিয়ে যান, NPCI ম্যাপিং ফর্ম পূরণ করে জমা দিন।

পিএম কিষান যোজনা স্ট্যাটাস চেক

অফিসিয়াল ওয়েবসাইটে যান, ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করুন, আধার নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন, ‘Get Data’ ক্লিক করে স্ট্যাটাস যাচাই করুন। আর টাকা না ঢুকলে সেই কারণ এখানে জানিয়ে দেওয়া হবে।

উপসংহার

PM Kisan ২০তম কিস্তির অর্থ প্রাপ্তির জন্য উপরের ধাপ গুলো সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো এই প্রক্রিয়া গুলো সম্পন্ন করলে আপনি সহজেই কিস্তির অর্থ পেতে পারেন। আরও তথ্যের জন্য ওয়েবসাইটে ভিজিট করুন। এই রকমের আরও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন