Bangla News Dunia, দীনেশ :- আমেরিকায় খুন হলেন ইজরায়েলি দূতাবাসের দুই কর্মী (Shot dead)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসিতে (Washington) অবস্থিত ইহুদি মিউজিয়ামের কাছে (Jewish Museum)। মিউজিয়ামে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ইজরায়েলি দূতাবাসের ওই দুই কর্মীকে (Israeli Embassy staffers) খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন
সূত্রের খবর, দুই কর্মীর পরিচয় সামনে না আনা হলেও তাঁদের মধ্যে এক পুরুষ এবং অপরজন মহিলা। তাঁরা উত্তর-পশ্চিম ওয়াশিংটন ডিসির থার্ড অ্যান্ড এফ স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাঁদের গুলি করে হত্যা করা হয়। আর এলাকার কাছেই রয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তর এফবিআই-এর ফিল্ড অফিস। রয়েছে মার্কিন অ্যাটর্নির দপ্তরও। ওয়াশিংটনের পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, ঘটনার আগে মিউজিয়ামের বাইরে হাঁটতে দেখা একমাত্র সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান যে, হেপাজতে নেওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন
মর্মান্তিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই ভয়াবহ হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের উপর ভিত্তি করে হয়েছে। যা এখনই শেষ হওয়া উচিত! হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই আমেরিকায়।’ অন্যদিকে, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি মর্মাহত। এটি ইহুদি-বিদ্বেষের একটি জঘন্য কাজ, যা ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীর জীবন কেড়ে নিয়েছে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আমেরিকা এবং ইজরায়েল আমাদের জনগণ এবং আমাদের ভাগ করা মূল্যবোধের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। সন্ত্রাস এবং ঘৃণা আমাদের ভাঙতে পারবে না।’ এফবিআই প্রধান কাশ প্যাটেল জানিয়েছেন, মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তাঁর দপ্তর যোগাযোগ রেখে চলেছে।
আরও পড়ুন:- খোলা ও দুর্গন্ধময় শৌচালয় অতীত, ‘পথসাথী প্রকল্পে শহর জুড়ে হবে ঝাঁ চকচকে 500 টি শৌচালয়।