Vi এবং BSNL একসাথে মিশে যাচ্ছে ! গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : টেলিকম দুনিয়া জন্য এবার ঝড় নামছে। ভোডাফোন আইডিয়া (Vi) নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। জানা যাচ্ছে, এবার BSNL-এর সঙ্গে এক হতে চলেছে (Vi-BSNL) ভারতের এই বেসরকারি টেলিকম সংস্থা। সম্প্রতি সুপ্রিম কোর্টের মামলায় Vi-এর বকেয়া মুকুবের আবেদন খারিজ করে দেওয়ার জন্য এই আলোচনা আরো কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

বিপদের মুখে পড়েছে ভোডাফোন আইডিয়া

টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার মোট AGR বাবদ ঋণের পরিমাণ ৮৩,৪০০ কোটি টাকা। আর এর মধ্যে বকেয়া রয়েছে ১২,৭৯৭ কোটি টাকা এবং সুদ ২৮,২৯৪ কোটি টাকা। এমনকি জরিমানা হয়েছে ৬০১২ কোটি টাকা। আর জরিমানার উপর আরো সুদ চাপানো হয়েছে ১১,১৫১ কোটি টাকা।

আর এই বিরাট পরিমাণ আর্থিক চাপের মধ্যে পড়ে ভোডাফোন আইডিয়ার একেবারে টালমাটাল অবস্থা। গ্রাহক সংখ্যা তো এমনিতেই কমছে। আর যখন জিও, এয়ারটেলের মত সংস্থাগুলি একের পর এক আকর্ষণীয় প্ল্যান বাজারে নিয়ে আসছে, তখন ভোডাফোন আইডিয়া প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

ভোডাফোন আইডিয়া কি সরকারি হতে চলেছে?

Vi-র এই সংকটজনক পরিস্থিতির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক চমক দেওয়া তথ্য। জানা যাচ্ছে, ভোডাফোন আইডিয়ার ৪৯% শেয়ার ইতিমধ্যেই কেন্দ্র সরকার কিনে নিয়েছে। আর এই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে ভোডাফোন আইডিয়া কি তবে সম্পূর্ণ সরকারি সংস্থায় পরিণত হবে?

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন