Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ইদানীং প্রায়শই উঠছে। কিন্তু অনেকেই জানেন না, কী ভাবে এই মেল সুরক্ষিত রাখতে হবে। নিজের জি-মেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে আগে থেকেই কয়েকটি পদক্ষেপ আপনাকে করতে হবে। আপনার মেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না, সেটা বুঝবেন কী ভাবে?
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। সেখান থেকে Google অপশনে যান। এ বার Manage your Google account-এ ক্লিক করুন। এর পরেই স্ক্রিনে খুঁজে দেখুন Security বলে একটি বিভাগ পাবেন। তার মধ্যে স্ক্রল করে নেমে দেখুন একটি অপশন রয়েছে Your Device, সেটি ক্লিক করুন। তার পরে ক্লিক করুন Manage all devices অপশনে। এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। যদি এই তালিকায় এমন কোনও ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন, যেখানে আপনি লগ ইন করেননি, তা হলে সেই নামটায় ক্লিক করে Sign Out বাটন ক্লিক করে নিন।
আরও পড়ুন:- ‘চিকেনস নেক’ নিয়ে ইউনূসকে কড়া হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর, বিস্তারিত জেনে নিন
কী দেখলে সতর্ক হবেন?
আপনি নেই এমন জায়গায় থেকে লগ ইন দেখালে, আপনি লেখেননি এমন মেল বক্সে থাকলে, আপনি পড়েননি এমন মেল ইতিমধ্যেই পড়া হয়ে গেলে, হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেল জমতে থাকলে সতর্ক হোন।
সুরক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ
অচেনা ডিভাইস থেকে Sign Out করুন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাসওয়ার্ড বদলে ফেলুন। অচেনা বা অল্প পরিচিত কারও ফোনে, ল্যাপটপে নিজের মেল অ্যাকাউন্ট লগ ইন করবেন না।
2-Step Verification feature- চালু করুন। তা হলে মেল সুরক্ষিত থাকবে। সহজে হ্যাক করা মুশকিল হবে কারওর পক্ষে।
আরও পড়ুন:- স্মার্ট মিটার কি ? বিল কি বাড়বে? এর সুবিধা অসুবিধা কি ? বিস্তারিত জেনে নিন