পদত্যাগ করতে চলেছেন মুহাম্মদ ইউনূস ? বাংলাদেশ জুড়ে তুমুল জল্পনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পদত্যাগ করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus)! বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জল্পনা জোরদার হয়েছে। জানা গেছে, এদিন সন্ধ্যে সাতটা নাগাদ ইউনূসের কার্যালয় যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। দু’জনের দীর্ঘক্ষন দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকের পর নাহিদ জানিয়েছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করতে পারছেন না বলে প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমি তো এভাবে কাজ করতে পারবো না। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাকে এক প্রকার জিম্মি করে ফেলা হয়েছে।’

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

নাহিদের দাবি, প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন, তিনি পদত্যাগ করার কথা ভাবছেন। এই ভাবনাকে একপ্রকার সমর্থন করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন,’রাজনৈতিক দলগুলি যদি তাকে সহযোগিতা না করে তাহলে তিনি কাজ করবেন কিভাবে।’ তবে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন বলে জানান নাহিদ।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন