দুর্যোগের কবলে ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের আরও একটি লজ্জাজনক, অমানবিক কাণ্ড প্রকাশ্যে এসেছে। শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণকারী পাইলট যাত্রীদের জীবন বাঁচাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্,তু অনুরোধটি প্রত্যাখ্যান করে লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। সূত্রের খবর, বুধবার হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির সময় ইন্ডিগোর পাইলট খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন, যা লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল প্রত্যাখ্যান করে।

জানা গিয়েছে, ফ্লাইট নম্বর 6E 2142-এর ঘটনাটি DGCA তদন্ত করছে। বিমানটিতে প্রায় 227 জন যাত্রী ছিলেন, যার মধ্যে তৃণমূল সাংসদও ছিলেন। খারাপ আবহাওয়ার মধ্যে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হলে, পাইলট শ্রীনগর বিমানবন্দরের বিমান পরিবহণ নিয়ন্ত্রণকে জরুরি অবস্থা সম্পর্কে অবহিত করেন। এর পর বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়।

আরও পড়ুন:- ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়েছে? এসব ড্রিঙ্কে জব্দ হবে

বুধবার শ্রীনগর বিমানবন্দরে ইন্ডিগোর একটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছিল। বিমানটিতে 227 জন ছিলেন। শ্রীনগরগামী এই বিমানে তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও ছিল। ফ্লাইটে থাকা প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানস ভূঁইয়া এবং মমতা ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে, বিমানটি কাঁপতে থাকা অবস্থায় যাত্রীদের প্রার্থনা করতে দেখা গিয়েছে। শিলাবৃষ্টির সময় এই বিমানের সামনের অংশ (র‌্যাডোম) ক্ষতিগ্রস্ত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানটি জরুরি অবতরণের মুহূর্তটি সম্পর্কে তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ বুধবার বলেন যে, “সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফেরার অভিজ্ঞতা ৷ আমি ভেবেছিলাম আমার জীবন শেষ । লোকেরা চিৎকার করছিল, প্রার্থনা করছিল এবং আতঙ্কিত ছিল । যে পাইলট আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে এসেছিলেন তাঁর প্রতি কৃতজ্ঞতা । আমরা যখন অবতরণ করি তখন দেখতে পাই বিমানের সামনের অংশ উড়ে গিয়েছে ৷” অবতরণের পর পাইলটকে ধন্যবাদ জানায় তৃণমূলের প্রতিনিধি দল । তৃণমূলের এই প্রতিনিধি দলটি জম্মু ও কাশ্মীরে থাকবে 23 মে পর্যন্ত ৷ শ্রীনগরের পাশাপাশি পুঞ্চ ও রাজৌরি সফর করবেন তাঁরা ।

আরও পড়ুন:- জি-মেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? কী ভাবে বুঝবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন