Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের রিজার্ভ ব্যাংক (RBI) সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবে কেওয়াইসি (KYC) প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। এখন আর বারবার ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে না। নতুন এই নিয়মে গ্রাহকদের সময় এবং ঝামেলা দুইই কমবে (Know Your Customer), নিচে দেখে নিন নতুন নিয়মে কী কী বদল এসেছে এবং আপনার কী কী জানা প্রয়োজন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
KYC Update Rules
এখন থেকে গ্রাহকরা অনলাইনেই কেওয়াইসি আপডেট করতে পারবেন, ব্যাংকের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, অথবা ইমেল মারফত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করলেই চলবে, সাবমিশনের জন্য আর ব্যাংকে লাইনে দাঁড়ানোর দরকার নেই। ব্যাংক যদি মনে করে আপনার দেওয়া তথ্যে কোনো বদল হয়নি, তাহলে শুধু একটি কনফার্মেশন জানালেই আপডেট হিসেবে ধরে নেওয়া হবে। গ্রাহককে শুধুমাত্র নিজের তথ্য “Unchanged” আছে বলে জানাতে হবে, ব্যাংক তা যাচাই করে কেওয়াইসি আপডেট হিসাবে মেনে নেবে।
নতুন গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি
RBI জানিয়েছে, যেই সব নতুন গ্রাহকরা ব্যাংক একাউন্ট খুলতে চান, তাদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া চালু থাকবে। ই কেওয়াইসি প্রক্রিয়ার সুবিধা – আধার ও প্যান নম্বর দিয়েই দ্রুত একাউন্ট খোলা যায়, ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার দরকার পড়ে না, নিরাপদ ও সময় বাচানো পদ্ধতি। আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড। ঠিকানার প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি।
খেয়াল রাখবেন আপনার নাম, ঠিকানা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বদলে গেলে সেই গুলি সঠিকভাবে আপডেট করতে হবে। সমস্ত ব্যাংক একাউন্ট হোল্ডারের জন্য, সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য, নতুন এবং পুরনো উভয় গ্রাহকদের জন্য।
উপসংহার
RBI এর এই নতুন নিয়ম গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। ডিজিটাল মাধ্যমেই এখন KYC আপডেট করা যাবে, তাও আবার বাড়িতে বসেই। সময় এবং হয়রানি দুটোই কমবে। আপনিও যদি এখনও KYC আপডেট না করে থাকেন, তাহলে অনলাইনেই কাজ সেরে ফেলুন সহজে ও নিরাপদে।
আরও পড়ুন:- SSC-র গ্রুপ সি ও ডি-র চাকরিহারাদের কী ব্যবস্থা হবে? জানুন