Bangla News Dunia, Pallab : রিলায়েন্স জিও এবার ভারতের ইলেকট্রিক ভেহিকল বাজারে তাদের নতুন দুই চাকার বাহন Jio Electric Scooter 2025 নিয়ে এসেছে। প্রতিদিনের যাতায়াতের জন্য উপযোগী এই ই-স্কুটার শহর ও গ্রামীণ দুই পরিবেশেই সমানভাবে কার্যকর। ডিজাইন, ব্যাটারি, পারফরম্যান্স ও স্মার্ট ফিচার মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী বাহন।
আরও পড়ুন : নিম্নচাপে কোথায় কোথায় ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা? জানুন জেলাভিত্তিক পূর্বাভাস
Jio Electric Scooter 2025-এর গুরুত্বপূর্ণ ফিচার
ফিচার | বিস্তারিত বিবরণ |
---|---|
মোটর | 4KW মোটর, 110Nm টর্ক |
ব্যাটারি | 3.2kWh লিথিয়াম আয়ন ব্যাটারি |
রেঞ্জ | ৮০-১০০ কিমি একবার চার্জে |
রাইডিং মোড | ইকো, সিটি ও স্পোর্টস মোড |
চাকা | ১২ ইঞ্চির অ্যালয় হুইল |
চার্জিং | হাইব্রিড চার্জিং ও ব্যাটারি সুইচিং সিস্টেম |
স্মার্ট ফিচার | 4G কানেক্টিভিটি, লোকেশন ট্র্যাকিং, জিও ফেনসিং, অ্যাপ কানেকশন |
প্রত্যাশিত দাম | ₹৭০,০০০ – ₹৮০,০০০ |
ডিজাইন ও ব্যবহারযোগ্যতা
স্কুটারটির ডিজাইন অত্যন্ত স্লিম ও হালকা, ফলে ব্যস্ত শহরের রাস্তায় সহজে চালানো যায়। রয়েছে পর্যাপ্ত লেগস্পেস, যাতে সহজে ব্যাগ বা ছোট প্যাকেট রাখা যায়। আরামদায়ক কুশনযুক্ত সিট রাইডার ও পিলিয়নের জন্য উপযোগী। দীর্ঘ রাইডেও অস্বস্তি হয় না।