Bangla News Dunia, দীনেশ :- ইরানে (Iran) যাওয়ার পর থেকে নিখোঁজ তিন ভারতীয় তরুণ (Indians missing)। বুধবার একথা জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস (Indian Embassy)। তবে তাঁদের পরিবারের সন্দেহ, অপহরণ করা হয়েছে ওই তিন তরুণকে। ইতিমধ্যেই ইরানের কর্তৃপক্ষকে নিখোঁজ ভারতীয়দের খুঁজে বের করতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলেছে ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন:- বর্ষাকালে কলকাতার কোন ৮ এলাকা বিপজ্জনক? কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা ? জানুন
এদিন তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘তিনজন ভারতীয়ের পরিবার দূতাবাসকে জানিয়েছে যে, ইরানে যাওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ। ভারতীয় দূতাবাস এই বিষয়টি ইরানের কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরেছে। সেই সঙ্গে অনুরোধ করেছে যাতে নিখোঁজ ভারতীয়দের দ্রুত খুঁজে বের করা হয় এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।’ ওই তিন ভারতীয়ের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে তেহরানের ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন:- কেমন আছে পুরুলিয়ার এই ‘ভূতের’ স্টেশন ? পরিস্থিতি কি বদলেছে ? জানতে পড়ুন এই বিশেষ প্রতিবেদন
নিখোঁজ তিন ভারতীয়ের তরুণের পরিচয় প্রকাশ করেনি ভারতীয় দূতাবাস। তবে সূত্রের খবর, তিনজনই পঞ্জাবের সাংরুর, নওয়ানশহর এবং হোশিয়ারপুর জেলার বাসিন্দা। গত ১ মে ইরানে পৌঁছান ওই তিন তরুণ হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং। হোশিয়ারপুরের এক এজেন্টের মাধ্যমেই দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তাঁদের। ইরানে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পরই আর খোঁজ মিলছে না ওই তিন তরুণের। এমনকি যে এজেন্টের মাধ্যমে তিন তরুণ বিদেশে পাড়ি দিয়েছিলেন, তাঁরও কোনও খোঁজ মিলছে না বলে খবর।
আরও পড়ুন:- ১ জুন থেকে ৭ নিয়মে বড় বদল, পকেটে পড়বে চাপ । বিস্তারিত জেনে নিন
এদিকে, ওই তিন তরুণের পরিবারের অভিযোগ, অপহরণের পর ১ কোটি টাকা মুক্তিপণের দাবি করেছে অপহরণকারীরা। প্রথম কয়েকদিন ওই তরুণদের সঙ্গে পরিবার যোগাযোগ করতে পারলেও গত ১১ মে থেকে কোনও কথা হয়নি। ইতিমধ্যেই ওই এজেন্টের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে তিন তরুণের পরিবার।