এবার নাকি অর্ধনগ্ন হয়ে মিছিল করবেন SSC-র যোগ্য চাকরিহারারা, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুক্রবার শিয়ালদা থেকে মহা মিছিলের ডাক দিলেন চাকরি হারারা বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তারা তাদের কর্মসূচি জানিয়ে দেন শুধু মিছিলই নয় তারা অর্ধনগ্ন হয়ে মিছিল করবেন বলে জানিয়ে দেন।

কেন তাদের এই সিদ্ধান্ত
চাকরিহারাদের দাবি রাজ্য সরকারের পদক্ষেপে প্রক্রিয়ায় তাদের জামা কাপড় পোশাক প্রায় খুলেই গিয়েছে সেই কারণে তাদের পরিস্থিতি অর্ধনগ্ন হওয়ার মতই তাই সেই প্রক্রিয়াটিকে তারা প্রতিটি আন্দোলনের পন্থা হিসেবে ব্যবহার করতে চাইছেন।

পাশাপাশি তারা এও জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের গড়ি মসজিদ তাদের এই আন্দোলনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে পাশাপাশি এক চাকরি হারা শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দাবি এই টানাপোড়নের ধোকোল নিতে না পেরেই তিনি মারা গিয়েছেন।

প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারারা জানিয়েছেন, অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক প্রবীণ কর্মকার মৃত্যু হয়েছে। বলা হয়, ‘আমাদের সহযোদ্ধা শিক্ষক প্রবীণ কর্মকার, দুটি কিডনিতে সমস্যা ছিল। চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে জর্জরিত ছিলেন। মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রনাকে ত্বরান্বিত করেছে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একাধিক ব্যক্তি শারীরিক ও মানসিক যন্ত্রণায় আক্রান্ত হয়েছে’, দাবি চাকরিহারাদের।

এদিকে এদিন আলিপুরদুয়ারে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শিক্ষক নিয়োগ দুর্নীতি কে কেন্দ্র করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন। ফলে রাজ্যের অস্বস্তি আরও বেড়েছে যদিও পাল্টা বিবৃতি দিয়ে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:- এই সংস্থার স্টকের দাম ৭২% বৃদ্ধি মে মাসে, এখন কেনা উচিত হবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন