কলকাতায় মার্কিন পর্যটককে হেনস্তা, মারধরের হুমকি হলুদ ট্যাক্সিচালকের, VIRAL ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা বিমানবন্দরে পা রাখতেই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন মার্কিন পর্যটক এবং ভ্লগার ডাস্টিন। নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, এক স্থানীয় ট্যাক্সিচালক তাঁকে ভুল পথে চালিত করে ভাড়া নিয়ে প্রতারণা করেছেন, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছেন। ঘটনাটি সামনে আসতেই নেটমাধ্যমে তৈরি হয়েছে প্রবল ক্ষোভ।

ঘটনার বিবরণ
ডাস্টিন জানান, কলকাতা এয়ারপোর্ট থেকে পার্ক স্ট্রিটের ‘হোটেল গ্রেট ওয়েস্টার্ন’-এর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি স্থানীয় একটি ট্যাক্সি নেন। কিন্তু চালক তাঁকে প্রায় ১৫ কিলোমিটার দূরের রাজারহাটের ‘দ্য ওয়েস্টার্ন হোটেল’-এ নিয়ে যান, যা সম্পূর্ণ আলাদা এলাকা।

এই সময় এক লাল শার্ট পরা ব্যক্তি, যাঁর সঙ্গে চালকের যোগ রয়েছে বলে ডাস্টিনের দাবি, তিনি আগ্রাসী ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ডাস্টিনকে হুমকিও দেন। ভিডিওতে সেই ব্যক্তি বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে মাফিয়ার যোগাযোগ আছে, আমি তোমার হাড় ভেঙে দেব।’

ভাড়ার নামে প্রতারণা
প্রথমে ৭০০ টাকায় ভাড়া ঠিক হলেও চালক পরে দাবি করেন ৮০০, তারপর ১০০০ টাকা। ডাস্টিন স্পষ্ট জানান, ‘তুমি ভুল জায়গায় নিয়ে গিয়েছো, এখন আমাকে আরও বেশি টাকা দিতে বলছো!’ শেষে আবারও গাড়ি থামিয়ে ডাস্টিনকে অন্য ট্যাক্সিতে উঠতে বলা হয়। এই সময় আবার সেই আগ্রাসী ব্যক্তি ‘পার্কিং চার্জ’ হিসেবে অতিরিক্ত ১০০ টাকা দাবি করেন।

নাগরিক প্রতিক্রিয়া ও পুলিশের ভূমিকা
ডাস্টিনের ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকেই কলকাতা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন। এক নেটিজেন জানান, তিনি ভিডিও সহ ঘটনাটি পুলিশের নজরে এনেছেন। অন্য একজন বলেন, ‘এটা আমাদের লজ্জার, মানুষের সদয় হওয়া উচিত।’

ডাস্টিন নিজেও বলেন, ‘ভারতে আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এই একটি ঘটনার জন্য আমি দেশকে ঘৃণা করতে পারি না। তবে ভবিষ্যতে এলোমেলো ট্যাক্সির পরিবর্তে শুধু অ্যাপ-ভিত্তিক পরিষেবার উপর নির্ভর করব।’

আরও পড়ুন:- এই সংস্থার স্টকের দাম ৭২% বৃদ্ধি মে মাসে, এখন কেনা উচিত হবে? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন