নির্মম ঘটনা! চার মাসের সন্তানকে আছড়ে মারল মা । বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বামী-স্ত্রীর বিবাদের মাশুল গুনতে হল চার মাসের শিশুকে । ঝগড়া চলার সময় রাগে নিজের সন্তানকে আছড়ে মারার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে । মৃত শিশুর নাম শিব সর্দার । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের ইছাপুর গ্রামে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সেটি পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে । সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ‘খুনি’ মাকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ ।

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, “শুধুমাত্র পারিবারিক বিবাদ না কী এর নেপথ্যে অন‍্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃত মহিলার স্বামীর ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে । ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে ।”

হাসনাবাদের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামের বাসিন্দা তুফান সর্দার ও অনিতা সর্দার । স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ । দুই পরিবার এক জায়গায় বসে সেই অশান্তি থামানোর চেষ্টা করেছিল । কিন্তু তা বিফলে যায় । দম্পতির মধ্যে মাঝে মধ্যেই নানা কারণে অশান্তি হত ।

আরও পড়ুন:- ধূমপান ছাড়ার কতদিনের মধ্যে স্বাভাবিক হবে ফুসফুস ও হার্ট, জেনে নিন

শুক্রবার সকালেও পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী দু’জনেই । এক সময়ে সেই বিবাদ চরমে উঠেছিল । দম্পতির মধ্যে যখন বিবাদ চলছিল তখন বাড়ির উঠোনে শুয়েছিল তাঁদের চার মাসের পুত্র সন্তান । অভিযোগ, বিবাদ চলাকালীন রাগের বশে নিজের ছেলেকে আছাড় দেন মা । তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর ।

স্থানীয়দের দাবি, পুত্র সন্তান-সহ ওই দম্পতি দিন দু’য়েক আগে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন । সেখান থেকে বৃহস্পতিবার তাঁরা বাড়ি ফেরেন । তারপর থেকেই দু’জনের মধ্যে প্রবল অশান্তি শুরু হয় । সেই অশান্তির মধ্যেই এই নির্মম ঘটনা । দোষীর কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

এদিকে, নির্মম এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকজন । তাঁরাই পুলিশে খবর দেয় । হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে । পরে তা ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । মৃতের বাবা-মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ‘খুনি’ অনিতা সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ । প্রশ্ন উঠেছে কীভাবে একজন মা নিজের সন্তানকে খুন করতে পারেন ?

আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন