Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর্মরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর ঘটনায় তুলকালাম চুঁচুড়ায় ৷ প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নরেন্দ্র মোদি সিঁদুর বেচতে এসেছেন !’ ৷ এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখায় হুগলি জেলার মহিলা মোর্চা ৷ বিক্ষোভ ঘিরে চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ রাস্তায় বসে থাকা বিজেপির মহিলা কর্মীদের সরাতে গেলে তাঁরা মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন ৷
বিজেপি নেত্রী শংকরী হালদার বলেন, “গতকাল মুখ্যমন্ত্রীর সিঁদুর নিয়ে মন্তব্যের জেরে চুঁচুড়ায় আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি ৷ মহিলা পুলিশ কর্মীর মাথায় সিঁদুর ছিল বলে আমরা সিঁদুর পরিয়েছি ৷ একজন পুলিশ কর্মী প্রতিবাদ জানিয়েছেন ৷ এতে অন্যায় কীসের ? মুখ্যমন্ত্রী বিয়ে করেননি, তিনি সিঁদুরের মর্ম কী করে বুঝবেন ? তাই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ৷ আগামিদিনে হিন্দু মহিলাদের ব্যাপারে কিছু বললে আমরা আবার তার প্রতিবাদ করব ৷”
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি আলিপুরদুয়ারে বক্তৃতার সময় অপারেশন সিঁদুর-এর কথা উল্লেখ করেন ৷ এরপর তাঁকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন ৷ নবান্নে সাংবাদিক সম্মেলনে করে মমতা বলেন, “প্রধানমন্ত্রী ভোট প্রচার করছেন ৷ সিঁদুর বেচতে এসেছেন ৷ অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার ৷” তারপরই পথে নেমে বিতর্কে জড়াল বিজেপি ৷
আরও পড়ুন:- ধূমপান ছাড়ার কতদিনের মধ্যে স্বাভাবিক হবে ফুসফুস ও হার্ট, জেনে নিন
বিজেপির সমালোচনায় সরব হয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ তিনি বলেন, “বিজেপির মহিলারা নাটক করেছেন ৷ এটা আইনত অপরাধ ৷ পুলিশের নিয়ম মেনে মামলা করা উচিত ৷ ভারতের সেনাবাহিনী নিজেদের জীবন দিয়ে অপারেশন সিঁদুর করেছে ৷ প্রধানমন্ত্রী সেটা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন ৷ প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টিকে ধিক্কার জানাই ।”
এই ঘটনায় হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে ৷ সিঁদুরের অপমান করছে ৷ চুঁচুড়ার ঘটনা তার নজির ৷ হিন্দু ধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয় ৷ একজন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ৷ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে অপারেশন সিঁদুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন ৷ আর সে সময় দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন ! অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি যেভাবে নোংরামো করছে, সাধারণ মানুষ আগামিদিনে তার জবাব সুদে-আসলে বুঝিয়ে দেবে ৷”
আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন