আয়কর রিটার্ন দাখিলের আগে এই পরিবর্তন গুলি জেনে নিন, ঝামেলা এড়ান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আয়কর বিভাগ 2024-25 আর্থিক বছরের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিলের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। যদিও অনলাইন পোর্টাল এখনও সক্রিয় হয়নি, তবে অফলাইন Excel ইউটিলিটি থেকে কিছু নতুন প্রয়োজনীয়তা জানা গেছে। এই পরিবর্তনগুলি করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই সময় থাকতে এগুলি জেনে নেওয়া দরকার।

আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন

গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কি কি?

  • বাড়ি ভাড়া ভাতা (HRA): যারা HRA-এর অধীনে ছাড় দাবি করতে চান, তাদের কাজের স্থান এবং প্রাপ্ত বাড়ি ভাড়ার পরিমাণ উল্লেখ করতে হবে।
  • ধারা 80C-এর অধীনে ছাড়: আগে এই ধারার অধীনে ছাড়ের জন্য শুধু মোট টাকার পরিমাণ দিলেই হত, কিন্তু এখন প্রতিটি বিনিয়োগের আলাদা তথ্য দিতে হবে। যেমন –
    • জীবন বীমা: পলিসি নম্বর ও দাবি করা টাকার পরিমাণ।
    • পিপিএফ: অ্যাকাউন্ট নম্বর ও জমানো টাকার পরিমাণ।
    • জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF): ছাড় দাবি করলে অ্যাকাউন্ট নম্বর।
    • এনএসসি: এনএসসি নম্বর ও দাবি করা টাকার পরিমাণ।
  • ধারা 80D-এর অধীনে ছাড় (স্বাস্থ্য বীমা): mediclaim পলিসির জন্য বীমা কোম্পানির নাম ও পলিসি নম্বর দিতে হবে।
  • শিক্ষার জন্য নেওয়া ঋণের সুদ: এই ঋণের সুদ দাবি করতে হলে, যে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম ও অ্যাকাউন্ট নম্বর লাগবে।

আয়কর বিভাগ জানিয়েছে, ITR দাখিলের শেষ তারিখ 31শে জুলাই, 2025 থেকে বাড়িয়ে 15ই সেপ্টেম্বর, 2025 করা হয়েছে।

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

আরও পড়ুন : আগে নেওয়া ভ্যাকসিন কি নতুন করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর? জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন