শিক্ষার্থীদের জন্য সুখবর ! একাদশ শ্রেণীতে বিষয় নির্বাচনে শিথিলতা, প্রকাশিত হল বিজ্ঞপ্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Society___Trends_School_1200x768

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে যা দশম শ্রেণীতে বেসিক গণিত নেওয়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ আরও সুগম করবে। নতুন নিয়ম অনুযায়ী, এই শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে স্ট্যান্ডার্ড গণিত বেছে নিতে পারবে, যা আগে সম্ভব ছিল না। এই পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং শিক্ষা মহলে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি

নতুন নিয়মের মূল বিষয়:

পূর্বে, যে সকল ছাত্রছাত্রী দশম শ্রেণীতে গণিতের দুটি বিকল্পের মধ্যে ‘বেসিক ম্যাথমেটিক্স’ (বিষয় কোড ২৪১) নির্বাচন করত, তারা একাদশ শ্রেণীতে ‘স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স’ (বিষয় কোড ০৪১) নিতে পারত না। তাদের জন্য শুধুমাত্র ‘অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স’ বিষয়টি উপলব্ধ ছিল। কিন্তু সিবিএসই-র নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বেসিক গণিত নিয়ে উত্তীর্ণ পড়ুয়ারাও একাদশ শ্রেণীতে স্ট্যান্ডার্ড গণিত পড়ার সুযোগ পাবে।

তবে, এর জন্য একটি শর্ত আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যদি মনে করেন যে ছাত্র বা ছাত্রীর স্ট্যান্ডার্ড গণিতের মতো কঠিন বিষয় পড়ার মতো মেধা ও দক্ষতা রয়েছে, তবেই এই পরিবর্তনের অনুমতি দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের মূল্যায়ন এক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কেন এই পরিবর্তন?

সিবিএসই-র এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আরও বেশি অ্যাকাডেমিক নমনীয়তা (academic flexibility) প্রদান করা। অনেক সময় দেখা যায়, দশম শ্রেণীতে বেসিক গণিত নেওয়ার পর কিছু শিক্ষার্থী উচ্চতর গণিতের প্রতি আগ্রহ অনুভব করে অথবা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য স্ট্যান্ডার্ড গণিতের প্রয়োজন হয়। এই নতুন নিয়ম সেইসব শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ করে দেবে। কোভিড-১৯ মহামারীর সময় প্রথম এই ছাড় দেওয়া হয়েছিল এবং পরবর্তী বছরগুলিতেও তা বহাল রাখা হয়। বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতাকেই মান্যতা দিল।

আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন