রেশন কার্ডে ও আধার কার্ড এবং নাম্বার লিংক থাকলেও, রেশন পাবেন না ! এটি না করলে, দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রেশন কার্ডে সাথে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার লিংক করেছেন? কিন্তু লিংক করা থাকলেও অনেকেই রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে। তাড়াতাড়ি দেখে নিন কিভাবে যাচাই করবেন যে, আপনার রেশন সামগ্রী বন্ধ হচ্ছে না তো! আর বন্ধ হয়ে গেলে কিভাবে ঝটপট ঠিক করতে পারবেন দেখে নিন আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি

রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক করা বাধ্যতামূলক করেছে সরকার। কেননা কিছু অসাধু লোক একাধিক রেশন কার্ড বানিয়ে সরকারের চোখে ফাঁকি দিয়ে রেশন থেকে ফ্রীতে খাদ্য সামগ্রী সংগ্রহ করছিল। এরফলে বর্তমানে রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে।

রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক করা থাকার পরেও রেশন কার্ড লাল হয়ে আছে! তাহলে করনীয় কি? কিভাবে রেশন কার্ডটি ঠিক করবেন? নিচের ধাপ গুলো ফলো করুন।

রেশন কার্ড সাথে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার লিংক / Ration Card Aadhar Card Number Link Online / Ration Card eKyc Online West Bengal 

১) প্রথমে আপনাকে Department of Food & Supplies, Government of West Bengal এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজের নিচে থাকা LINK AADHAAR WITH RATION CARD এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যার রেশন কার্ড থেকে খাদ্য সামগ্রী পাচ্ছেন না, তার রেশন কার্ড নাম্বার ও পাশে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) নিচে সমস্ত কিছু চলে আসবে, যদি রেশন কার্ড স্ট্যাটাস লাল চলে আসে তাহলে নিচের বক্সে টিক মার্ক দিয়ে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন (যদি আগে থেকে উল্লেখ না থাকে)। এরপর Send OTP তে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে। এরপর OTP বসিয়ে দিয়ে Verify করলেই হয়ে যাবে।

৬) যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকে, তাহলে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে কিংবা খাদ্য দপ্তর অফিসে গিয়ে হাতের ছাপ দিয়ে লিংক করতে পারবেন।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন