বিনা সুদে লাখ লাখ টাকা লোন দিচ্ছে মোদি সরকার , আবেদন করুন এই সরকারি প্রকল্পে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য স্কিম আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা (Ajeevika Grameen Express Yojana)-তে প্রায় সাত লাখ টাকার কাছাকাছি লোন দেওয়া হচ্ছে। ভাবতে অবাক লাগলেও এটা সত্যি যে, বিনা সুদে লোন পাবেন আপনিও। শুধু জানতে হবে কিভাবে প্রকল্পটিতে আবেদন করবেন, আর কারা আবেদন করতে পারবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।

আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি

Ajeevika Grameen Express Yojana 2025

আপনারা তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানেন। তার মধ্যেই একটি প্রকল্প হলো Ajeevika Grameen Express Yojana. যারা মূলত গ্রামে বাস করেন, আর ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনার জন্য প্রকল্প উল্লেখযোগ্য। যদি ব্যবসার ক্ষেত্রে পুঁজি বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। কেন্দ্র সরকার পরিচালিত এই প্রকল্পটিতে একজন ব্যক্তি বিনা সুদে 6.5 লক্ষ টাকা ঋণ পাবেন।

এই প্রকল্পটি চালু করার উদ্দেশ্যগুলি কী কী?

নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে গ্রামীণ অঞ্চলে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত পরিষেবা চালু করা যায় সেদিকটি বিবেচনা করা। এর পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়ানোও অন্যতম উদ্দেশ্য। এছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।

আজ থেকে কিছু বছর আগে 2017 সাল নাগাদ মূলত এই প্রকল্পটির দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যে সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তাঁদের সুদ ছাড়া ঋণ দেওয়া হয়। তাঁরা যাত্রী পরিবহনযোগ্য গাড়ি কিনে নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে পারেন।

আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন