Bangla News Dunia, Pallab : ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে দেবদত্তা মাঝি (Debdutta Majhi)। এরপর ২০২৫ উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেন। জেইই মেন পরীক্ষাতেও গোটা দেশের মধ্যে প্রথম হয়েছিলেন। পেয়েছিলেন ১০০ পার্সেন্টাইল মার্কস। এবার জেইই অ্যাডভান্সড-এ গোটা দেশের মধ্যে ১৬ তম স্থান এবং সমগ্র দেশে মেয়েদের মধ্যে প্রথম।
আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের
কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের দিদিমণি দেবদত্তার মা। সেই স্কুলেরই ছাত্রী ছিলেন দেবদত্তা। মাধ্যমিক থেকে টানা ভালো করেছে মেয়ে, এ প্রসঙ্গে মায়ের বক্তব্য, ‘দেবদত্তার লক্ষ্যই ছিল জেইই অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম ১০০-র মধ্যে র্যাঙ্ক করা। যাতে আইআইএসসি বেঙ্গালুরুতে বিটেক পড়ার সুযোগ পায়। ও গোটা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। এই রেজ়াল্টে আমরা খুবই খুশি। ম্যাথেম্যাটিক্স দেবদত্তার খুবই পছন্দের বিষয়। ম্যাথ ও কম্পিউটিংয়ের উপর কোনও বিষয় নিয়ে দেবদত্তার বিটেক পড়ার ইচ্ছা রয়েছে মেয়ের। ওর সব ইচ্ছে পূরণ হোক এটাই আমাদের ইচ্ছে।’
উল্লেখ্য, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় পাশ করার পর সুযোগ পাওয়া যায় জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার। জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করার পর পড়ুয়ারা দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি-তে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। চলতি বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাশ করেছে ৫৪ হাজার ৩৭৮ জন। মেয়েদের মধ্যে পাশ করেছে ৯ হাজার ৪০৪ জন। তাঁদের মধ্যেই প্রথম হয়েছেন বাংলার দেবদত্তা।
আরও পড়ুন : গ্রীষ্মে দই ভীষণ উপকারী, তবে এইসব ক্ষেত্রে বেশি খাওয়া উচিত নয়।