নিজের জন্য মদ কিনে এনেছিলেন, ছেলে খেয়ে ফেলায় পিটিয়ে খুন করল বাবা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  নিজের জন্য মদ কিনে এনেছিলেন। তবে সেই মদ খেয়ে ফেলে ছেলে। সেজন্য ছেলেকে পিটিয়ে খুন করল বাবা। মৃতের নাম দিলীপ ধ্রুবে (৩৫)। ঘটনা মহারাষ্ট্রের অমরাবতীর।

পুলিশ জানিয়েছে, হিরামন ধ্রুব মদ কিনে বাড়িতে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন পরে খাবেন। কিন্তু মদ খেতে গিয়ে দেখেন, বোতল খালি। বুঝতে পারেন ছেলে দিলীপ তা সাবাড় করে দিয়েছে। আর তাতেই মেজাজ হারান। তা নিয়ে প্রথমে বাপ-বেটার মধ্যে ঝামেলা হয়। তা এক সময় চরম আকার নেয়। সেই সময় হিরামন দিলীপের মাথায় চ্যালা কাঠ দিয়ে আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার কে নিয়ে যায়। স্থানীয় মর্গে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।  দিলীপের স্ত্রী রাজকুমারী দেবী শ্বশুরের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআর দায়েরও হয়। তার ভিত্তিতে খুনের তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। মৃত দিলীপের দুই সন্তান রয়েছে। তাদের বয়স ৩ ও ৫। এখন সংসার কীভাবে চলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিলীপ সেভাবে কাজ করতেন না। কাজ মাঝেমধ্যে করলেও সেই টাকা মদের পিছনে খরচ করে দিতেন। তা নিয়ে বাড়িতে অশান্তিও হত। সংসার চালাতেন হিরামন। ছেলেকে কাজ করতে বলতেন তিনি। তবে দিলীপ কথা কানে তুলতেন না। সেই জন্য নিত্যদিন অশান্তি হত। স্ত্রী-কে মারধরও করতেন।

এলাকাবাসীর দাবি, মদ্যপান করে বাড়িতে এসে বাবা ও ছেলের মধ্যে প্রায় অশান্তি হত। কখনও সখনও তা চরম আকার নিত। তা গা সওয়া হয়ে গিয়েছিল তাঁদের। সেজন্য ঝামেলা হলেও তাঁরা এতটা নজর করেননি। তবে এই অশান্তির পরিণতি যে এমন হবে, তা স্বপ্নেও ভাবতে পারননি।

এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। কোন পরিস্থিতিতে ছেলেকে খুন করলেন ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হবে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:- থাইরয়েডের সমস্যায় ভুগছেন? সমাধান আছে এসব খাবারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন