অসহ্য দহনজ্বালা থেকে মুক্তি পাবেন শীঘ্রই, সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তীব্র গরমে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের এখনও তার দেখা নেই। এই আবহে কিছুটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। পাশাপাশি, দক্ষিণের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

তাপপ্রবাহের সতর্কতা

আজ ও আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরর কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তিকর গরম থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আজ থেকে ১০ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ২ দিনে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। এরপরে ফের তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ২ দিনে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। এরপরে ফের তাপমাত্রা বাড়বে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৫০ শতাংশ।

আরও পড়ুন:- থাইরয়েডের সমস্যায় ভুগছেন? সমাধান আছে এসব খাবারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন