Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে গত ৪ মে, ২০২৫। প্রায় একমাস হতে চলেছে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি আসেনি। তবে কবে থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারে? খোদ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানান, আগামী মঙ্গলবারের মধ্যেই প্রকাশিত হবে ভর্তির বিজ্ঞপ্তি। মঙ্গলবার ব্রাত্য জানান, এবার ভর্তির প্রক্রিয়ায় কোনও বিলম্ব হয়নি। গত বছর ১৯ জুন ভর্তির পোর্টাল খুলেছিল। এবার তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে।
এসএসসি ২০১৬-র চাকরিহারাদের লাগাতার আন্দোলন-বিক্ষোভে উত্তপ্ত রাজ্যের শিক্ষা পরিস্থিতি। অনেক স্কুলেই শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমেছে। তারই মধ্যে বিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায চলছিল এতদিন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও আটকে ছিল।
দীর্ঘ কয়েক বছর পর দিন তিনেক আগে ২০১৬ সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি। তাতে নম্বর সংক্রান্ত কিছু বদল ও বিভাজন আনা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার মামলা হয় কলকাতা হাইকোর্টে। যোগ্য চাকরিহারাদের নতুন করে পরীক্ষা দেওয়া নিয়ে উত্তেজনা এখনও কাটেনি।
আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?