আবার DA বৃদ্ধির ঘোষণা করলো সরকার। সরকারি কর্মীরা বেজায় খুশি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকার সম্প্রতি জানিয়েছে যে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫৩% থেকে ৫৫% করা হয়েছে। এই ২% বৃদ্ধি মূল বেতনের উপর ভিত্তি করে প্রদান করা হবে এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া জুন মাসে প্রদান করা হবে। এই সিদ্ধান্তে প্রায় ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

Dearness Allowance Hike

এই ২% বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ₹৬,৬১৪.০৪ কোটি, এই বৃদ্ধি কর্মচারীদের মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় সহায়তা করবে। এরই সঙ্গে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার এই ২% ডিএ বৃদ্ধি করেছে, যা ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে এবং বকেয়া জুন মাসে প্রদান করা হবে। উত্তর প্রদেশ সরকারও একই হারে ডিএ বৃদ্ধি করেছে, যা ১৬ লক্ষ কর্মচারীকে উপকৃত করবে।

মুলত এই খবর জম্মু কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য। সাম্প্রতিক মুদ্রাস্ফীতির তথ্য অনুযায়ী, জুলাই ২০২৫ সালে ডিএ ৩% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা ৫৮% এ পৌঁছাতে পারে। এই বৃদ্ধি ৭ম বেতন কমিশনের অধীনে শেষ ডিএ সংশোধন হবে ও অনেকেই আশা করছেন যে এবারে মাইনেও বৃদ্ধি পাবে সকলের।

West Bengal Dearness Allowance Update

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ২৫% ডিএ (Dearness Allowance) প্রদান করতে নির্দেশ দিয়েছে, যা তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে, এই নির্দেশনা রাজ্য ও কেন্দ্রের ডিএ সমতা নিয়ে চলমান মামলার অংশ। কিন্তু এখন এই নিয়ে সরকারের তরফে কোন আপডেট দেওয়া হয়নি এবারে অনেকেই অপেক্ষা করছেন যে এবারে কি নির্দেশ দেওয়া হবে সরকারের তরফে আগামী দিনে।

এই ডিএ বৃদ্ধি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে। বর্ধিত ডিএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) ও ট্রাভেল অ্যালাওয়েন্স (TA) এর উপরও প্রভাব ফেলবে, বকেয়া অর্থ জুন মাসে প্রদান করা হবে, যা কর্মচারীদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা হবে। কেন্দ্রীয় সরকারের এই ডিএ বৃদ্ধি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। আগামী জুলাই মাসে আরও একটি বৃদ্ধি প্রত্যাশিত, যা কর্মচারীদের জন্য আরও সুখবর বয়ে আনবে।

আরও পড়ুন:- পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? উঠে এল রোমহর্ষক তথ্য

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন