Bangla News Dunia, Pallab : রান্নার গ্যাস (LPG)-এর দাম সাধারণ মানুষের ঘুম উড়িয়েছে। বর্ধিত দামের কারণে নাকাল অবস্থা আমজনতার। এরই মধ্যে আপনাদের জন্য খুশির খবর। অতিরিক্ত টাকা দিয়ে নয়, বরং মাত্র ৫৫০ টাকা খরচে আপনার বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস। কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছে আপনিও পেতে পারেন সেই প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের জন্য যোগ্যতা, আবেদন সংক্রান্ত বিবরণ উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন : UPI-তে টাকা লেনদেনের নিয়মে বড় বদল। নিয়ম না মানলে জরিমানা
মাত্র ৫৫০ টাকায় LPG গ্যাস পাবেন আপনিও!
প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন রান্নার গ্যাস। আর তা না হলে উনুন কিংবা স্টোভে রান্নাবান্না করতে হবে। যদিও এখন ইন্ডাকশন এসে যাওয়ায় বিদ্যুৎ খরচ করে অনেকেই তাতে রান্নাবান্না করেন। তবে এতে ইলেকট্রিসিটি বিল আসে বিস্তর। তাই রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়ির জন্যই অতি আবশ্যকীয়। কিন্তু এই যে বর্ধিত দাম, চিন্তা বাড়ছে আমজনতার। মনে করুন, রান্নার গ্যাসের জন্য আপনার ৩০০ টাকা কম হয়ে যাচ্ছে, মাত্র ৫৫০ টাকাতেই রান্নার গ্যাস পাচ্ছেন আপনি। ভাবতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু সত্যি।
উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্প কী?
গত এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৫০ টাকা। যার ফলে বর্তমানে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৮৫০ থেকে ৯০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এর জেরে রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারগুলির কাছে। তবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা যোজনা প্রকল্প (Ujjwala Gas Yojana) চালু করেছে। প্রকল্পটি কম দামে রান্নার গ্যাস সরবরাহ করছে।