বহু দিন পর শুরু হচ্ছে জনগণনা ! সঙ্গে থাকছে বিরাট আপডেট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দীর্ঘ এক দশকের পর ভারতে শুরু হচ্ছে জনগণনা (Census)।  স্বাধীন ভারতের বৃহত্তম তথ্য সংগ্রহ এবার নতুন মোড় নেবে। হ্যাঁ, কারণ জনগণনা শুধু জনসংখ্যার হিসেব নয়, সঙ্গে থাকছে জাতিগত গণনার সংযোজন। আর এটা হবে নরেন্দ্র মোদি সরকারের আমলে প্রথমবার জনগণনা। 

আরও পড়ুন : বারবার তীরে এসেও তরী ডুবছে? চাণক্যের ৭ টিপস মানলে সাফল্য পাবেনই

কবে শুরু হচ্ছে জনগণনা?

বেশ কয়েকটি সুত্র মারফত খবর, আগামী ২০২৭ সালের ১ মার্চ থেকে গোটা দেশে জনগণনার কাজ শুরু হবে। তবে হিমালয়ের পাদদেশে থাকা অঞ্চল জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডে সেসময় বরফে ঢাকা থাকবে। তাই ওই অঞ্চল গুলিতে ২০২৬ সালের অক্টোবর মাস থেকেই জনগণনা শুরু হবে বলে খবর। প্রসঙ্গত, ভারতে প্রতি ১০ বছর অন্তর একবার করে জনগণনা হয়।

এতদিন কেন হয়নি জনগণনা?

জানিয়ে রাখি, ভারতের শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। আর সেই হিসাব অনুযায়ী ২০২১ সালে নতুন জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। আর এ নিয়ে বিরোধীরা প্রশ্ন করছে যে, ২০১৯ সালে CAA আইন পাস হওয়ার পর দেশে রাজনৈতিক পরিবেশ তখন উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবেই জনগণনা সরানো হয়েছিল। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা এবং জনস্বার্থে কাজে স্থগিত রাখা হয়েছিল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন