Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ভারতীয় নাগরিকেরই আধার কার্ড, প্যান কার্ড, এবং রেশন কার্ড রয়েছে। অনেকেই মনে করেন, এগুলি নাগরিকত্বের পরিচয় পত্র হিসেবেই কাজ করে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। ভারত সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, এসব পরিচয়পত্র শুধুমাত্র প্রশাসনিক এবং কল্যাণমূলক কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু নাগরিকত্বের আইনি প্রমাণ হিসেবে এগুলি গ্রহণযোগ্য নয়। তাহলে আজকের প্রতিবেদনে নাগরিকত্ব প্রমাণ ডকুমেন্টস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি
আরও পড়ুন : বারবার তীরে এসেও তরী ডুবছে? চাণক্যের ৭ টিপস মানলে সাফল্য পাবেনই
আধার, প্যান, রেশন কার্ড – কেন নাগরিকত্বের প্রমাণ নয়?
ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) জানিয়েছে যে, আধার কার্ড একজন ব্যক্তির পরিচয় এবং ঠিকানার প্রমাণ দিতে পারে, কিন্তু এটি নাগরিকত্বের প্রমাণ হিসে গ্রাহ্য নয়। একইভাবে, প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত নথি হিসেবে ব্যবহৃত হয় এবং রেশন কার্ড খাদ্য বিতরণ বা রাজ্য সরকারের অন্যান্য কল্যাণ প্রকল্পের কাজে ব্যবহার করা হয়, কিন্তু এরা কোনোভাবেই নাগরিকত্ব নিশ্চিত করে না।
কেন এই পরিবর্তন?
বর্তমান সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে চেকিং অভিযানের সময় অনেক অবৈধ বিদেশি নাগরিক আধার, প্যান বা রেশন কার্ড প্রদর্শন করে নিজেদের ভারতীয় দাবি করেছেন। যার ফলে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এসব নথি আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য নতুনভাবে নাগরিকত্বের সঠিক প্রমাণপত্র সংগ্রহ করার প্রয়োজনীয়তা বেড়েই যাচ্ছে ।
নাগরিকত্বের আসল প্রমাণ – জন্ম ও অধিবাস সনদ
সরকার যে দুটি নথিকে নাগরিকত্বের প্রকৃত প্রমাণ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেগুলি হল:
- জন্ম সনদ (Birth Certificate)
- অধিবাস সনদ (Domicile Certificate)