Bangla News Dunia, Pallab : দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) আওতায় শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কিস্তির ২০০০ টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, ২০ তম কিস্তির টাকা এই জুন মাসেই দেওয়া হতে পারে বলে জানাচ্ছে বেশ কয়েকটি সূত্র।
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর
কী এই পিএম কিষান যোজনা?
জানিয়ে রাখি, ২০১৯ সালে পিএম কিষান যোজনা শুরু হয়েছিল। আর এটি এমন একটি প্রকল্প, যেখানে দেশের ছোট এবং প্রান্তিক কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে।
আর এই প্রকল্পের টাকা মূলত তিনটি কিস্তিতে দেওয়া হয় – এপ্রিল থেকে জুলাই মাসে, আগস্ট থেকে নভেম্বর মাসে এবং ডিসেম্বর থেকে মার্চ মাসে। প্রতিবার ২০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই প্রকল্পের দরুণ। আর এই প্রকল্পটি বিশেষ করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলেই পরিচিত।
কতজন কৃষক এতদিনে উপকৃত হয়েছে?
সরকারি সূত্রে মারফত খবর অনুযায়ী, দেশের প্রায় .৯.৮ কোটি কৃষক ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যার মধ্যে ২.৪ কোটি মহিলা কৃষকও রয়েছে। এমনকি গত ফেব্রুয়ারি মাসে ১৯ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আর এবার ২০ তম কিস্তির পালা। খুব সম্ভবত জুন মাসেই এই প্রকল্পের টাকা ঢুকে যাবে।