Bangla News Dunia, দীনেশ :- দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) শুরু হল স্নানযাত্রা উৎসব। ১০৮ তীর্থের জল দিয়ে স্নান করানো হবে জগন্নাথদেবকে। মূল মন্দিরের দক্ষিণ পাশে করা হয়েছে স্নান বেদি। সেখানে হবে স্নান যাত্রার নানা আচার-অনুষ্ঠান। পুজোয় থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ির গাছের আম, কাঁঠাল। জগন্নাথদেবের উদ্দেশে নিবেদন করা ৫৬ ভোগে তা নিবেদন করা হবে দুপুরে।
আরও পড়ুন:- আম আর দুধ একসঙ্গে খেলে শরীরের জন্য ক্ষতিকর? রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ
জানা গিয়েছে, স্নানযাত্রা উৎসবের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আনা হবে। এরপর মন্দিরের দক্ষিণ পাশে যে বিশেষ বেদি তৈরি করা হয়েছে, সেখানে তাঁদের মহাস্নান সম্পন্ন হবে। ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র সামগ্রী মেশানো হবে দেবতাদের স্নানের জলে। যথাযথ নিয়ম মেনে স্নানের পর দেবতাদের উদ্দেশে ভোগ নিবেদন করা হবে। এদিন ভক্তদের বিশেষ আকর্ষণ গজবেশে সুসজ্জিত জগন্নাথ সঙ্গে বলরাম ও সুভদ্রা। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে (স্নানযাত্রার পরে অসুস্থতার কারণে) দেবতারা বিশ্রামে থাকবেন। সেইসময় দর্শন বন্ধ থাকবে। তবে মন্দির খোলা থাকবে। শ্রীশ্রী রাধা মদনমোহনের দর্শনে আসতে পারবেন ভক্তরা। রথযাত্রার একদিন আগে আবারও জগন্নাথদেবের দর্শনে আসতে পারবেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন:- গাছপাকা নাকি কার্বাইড- ফরমালিন মেশানো? খাঁটি আম চেনার এই টিপস জানা থাকলে আর ঠকবেন না
জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারামন দাস জানান, সকাল থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার তোড়জোড়। এদিন সকাল থেকে দিঘায় (Digha) বৃষ্টি হচ্ছে। স্বয়ং ইন্দ্রদেবও জগন্নাথদেবকে স্নান করাতে চাইছেন। নিয়ম মেনে জগন্নাথদেবের মহা স্নানযাত্রার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারে প্রায় ১৫ হাজার শূন্যপদে নিয়োগ, এখনই আবেদন করুন