Bangla News Dunia, দীনেশ :- ডিএ ইস্যু (WB DA Issue) নিয়ে ফের তোলপাড় গোটা রাজ্য। আবারও চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা ২৭ জুন। আর এই সময়ের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। এ নিয়েই একপ্রকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের।
সময় গড়াচ্ছে ও ধৈর্যের বাঁধ ভাঙছে
জানিয়ে রাখি, গত ১৬ মে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে হবে। অর্থাৎ, হাতে ২৭ জুন পর্যন্ত সময় ছিল। এমনকি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল চার সপ্তাহের মধ্যে। তবে এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনোরকম ঘোষণা আসেনি। এদিকে সরকারি কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।
আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারে প্রায় ১৫ হাজার শূন্যপদে নিয়োগ, এখনই আবেদন করুন
সংগ্রামী যৌথ মঞ্চ থেকে স্পষ্ট বার্তা
এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে। তারা বলেছে, ২৭ জুনের মধ্যে যদি বকেয়া ডিএ না দেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এমনকি তারা নবান্ন অভিযান, মিছিল মিটিং এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। এমনকি এবার আন্দোলনের ঢেউ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছে প্রশাসন।
হিসাব দেখলে চমকে উঠবেন
জানিয়ে রাখি, বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারকে অতিরিক্ত ১১ হাজার কোটি টাকা খরচ করতে হবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা উপকৃত হবেন। ফলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার পর কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:- গাছপাকা নাকি কার্বাইড- ফরমালিন মেশানো? খাঁটি আম চেনার এই টিপস জানা থাকলে আর ঠকবেন না
নতুন অ্যাপ চালু করছে রাজ্য সরকার
বেশ কয়েকটি সূত্র বলছে, রাজ্য সরকার চুপ করে বসে নেই। অর্থ দপ্তর ইতিমধ্যেই সমস্ত দপ্তরকে চিঠি পাঠিয়ে জেনে নিচ্ছে যে, কোন কর্মী কত শতাংশ ডিএ পাবে। এছাড়াও একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে কর্মচারীরা জানতে পারবে, কত টাকা ডিএ পাবেন এবং কখন সেই অর্থ দেওয়া হবে।
এখন যদি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ২৭ জুনের দিকে তাকিয়ে আছে। যদি রাজ্য সরকার ভালোভাবে তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেয়, তাহলে ভালো। নাহলে তারা আবারও আন্দোলনের পথ বেছে নেবে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারে প্রায় ১৫ হাজার শূন্যপদে নিয়োগ, এখনই আবেদন করুন