পশ্চিমবঙ্গের কলেজ পড়ুয়াদের জন্য বড় খবর! রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন করার কথা ঘোষণা করেছে। একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা রাজ্যের ৪৬০টি সরকারি ও সরকার-পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এর মূল লক্ষ্য হল ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং ছাত্রছাত্রী-বান্ধব করে তোলা।
আরো পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল! এই প্রকল্পে মাসে 3000 টাকা পাবেন মহিলারা।
কেন্দ্রীয় অনলাইন ভর্তির মূল বৈশিষ্ট্য:
- একক পোর্টাল: ছাত্রছাত্রীদের আর বিভিন্ন কলেজের জন্য আলাদা আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না। একটি মাত্র পোর্টাল থেকেই তারা নিজেদের পছন্দ অনুযায়ী একাধিক কলেজ ও কোর্সের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনের ওয়েবসাইট: আবেদন করার জন্য https://banglaruchchashiksha.wb.gov.in বা https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে “Centralised Admission” বোতামে ক্লিক করতে হবে। সরাসরি https://wbcap.in/ ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে।
- বিনামূল্যে আবেদন: আবেদন করার জন্য কোনো ফি লাগবে না।
- পছন্দের সুযোগ: একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ ২৫টি কোর্স বা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে এবং নিজের পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করতে পারবে।
- ‘বাংলা সহায়তা কেন্দ্র’: ফর্ম পূরণে কোনো অসুবিধা হলে ছাত্রছাত্রীরা বিনামূল্যে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ (BSK) এর সাহায্য নিতে পারবে। এমনকি, নথি স্ক্যানিং বা আপলোড করার জন্যও BSK-তে কোনো টাকা লাগবে না।
কারা আবেদন করতে পারবে?
যে কোনো ভারতীয় ছাত্র বা ছাত্রী যারা দেশের স্বীকৃত কোনো বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা এই পোর্টালে আবেদন করার যোগ্য।
কোন কোন প্রতিষ্ঠান এই তালিকার বাইরে?
কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজকে এই কেন্দ্রীয় পোর্টালের আওতার বাইরে রাখা হয়েছে। সেগুলি হলো:
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- স্বায়ত্তশাসিত (Autonomous) কলেজ
- সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান/কলেজ
- প্রশিক্ষণ (Training) কলেজ এবং আইন (Law) কলেজ/বিশ্ববিদ্যালয়
- চারুকলা, নৃত্য, সঙ্গীত, এবং অন্যান্য পারফর্মিং আর্টস-এর কোর্স
- ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং এবং মেডিকেল কোর্স অফার করে এমন কলেজ
- বেসরকারি বা স্ব-অর্থায়নকারী (Self-financing/Private) কলেজ