Bangla News Dunia, Pallab : উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু অনেক সময় অর্থনৈতিক সমস্যার জন্য সেই স্বপ্ন অধরাই থেকে যায়। এবার এই সমস্যা থেকে মুক্তির এক বড় সুযোগ এনে দিল Bharti Airtel Scholarship 2025-26। এই স্কলারশিপ প্রোগ্রাম বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সেইসব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যারা ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা তাদের থামিয়ে দেয়। আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক
আরও পড়ুন : জুলাই ২০২৫-এ আবারও টানা ছুটি রাজ্যের বিদ্যালয়ে ! জানুন বিস্তারিত ছুটির তালিকা
Bharti Airtel Scholarship 2025-26: কী এই স্কলারশিপ?
Bharti Airtel Foundation এই স্কলারশিপ পরিচালনা করছে। আমরা কমবেশি সকলে জানি এটি ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Bharti Airtel-এর সামাজিক দায়বদ্ধতার একটি প্রকল্প। স্কলারশিপটি পুরোপুরি ফ্রি, অর্থাৎ এটি Fully Funded Scholarship হতে চলেছে।
তবে এই স্কলারশিপে শুধু কিছু বিশেষ স্ট্রিমের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। Bharti Airtel-এর লক্ষ্য, প্রত্যেক মেধাবী ছাত্র-ছাত্রী যাতে অর্থের অভাবে তাদের স্বপ্ন ত্যাগ না করে এগিয়ে যেতে পারে।
কোন কোন বিষয়ে স্কলারশিপ দেওয়া হবে?
এই স্কলারশিপ প্রোগ্রামটি প্রধানত নীচের বিষয়গুলির জন্য দেওয়া হবে দেখেনিন:
- কম্পিউটার সায়েন্স
- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
- ইনফরমেশন টেকনোলজি
- ডেটা সায়েন্স
- টেলিকম
- এয়ারোস্পেস
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), রোবোটিক্স, AR/VR ইত্যাদি