মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড প্ল্যান ! কম খরচে বেশি সুবিধা,দেখুন BSNL, Jio এবং Airtel-র সেরা অফার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে ভারতে টেলিকম বাজারে প্রতিযোগিতা এতটাই বেড়েছে যে গ্রাহকদের ধরে রাখতে একের পর এক সংস্থা নিয়ে আসছে নতুন নতুন প্ল্যান। বিশেষ করে Jio এবং Airtel একের পর এক দামি প্ল্যান নিয়ে আসার পর অনেকেই অপেক্ষা করছিলেন কম খরচে ভালো রিচার্জ প্ল্যানের জন্য। ঠিক তখনই ভারতের অন্যতম টেলিকম কোম্পানি মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড কলিংয়ের দুর্দান্ত প্ল্যান নিয়ে এসে সকলকে চমকে দিল।

আরও পড়ুন : জুলাই ২০২৫-এ আবারও টানা ছুটি রাজ্যের বিদ্যালয়ে ! জানুন বিস্তারিত ছুটির তালিকা

মাত্র ৯৯ টাকার প্ল্যানের সুবিধা এবং এর পিছনের কৌশল এতটাই আকর্ষণীয় যে অনেক গ্রাহক এখন Jio বা Airtel-এর সিমের পাশাপাশি এই কোম্পানির সিমও ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। চলুন, এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানি, এই নতুন প্ল্যানের খুঁটিনাটি, অন্যান্য সংস্থার সাথে তুলনা, এবং এই প্ল্যানের ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে।

মাত্র ৯৯ টাকার আনলিমিটেড প্ল্যান: কি সুবিধা থাকছে?

যে কোম্পানির কথা বলা হচ্ছে তা হল BSNL।  এই কোম্পানির মাত্র ৯৯ টাকার এই প্ল্যানটি মূলত কম বাজেটের গ্রাহকদের লক্ষ্য করেই আনা হয়েছে। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন না, বরং টকটাইমের জন্য সাশ্রয়ী প্ল্যান খুঁজে থাকেন , তাদের জন্য এটি আদর্শ।

প্ল্যানের বৈশিষ্ট্য দেখুন :

  • প্ল্যান মূল্য: ₹৯৯ টাকা
  • ভ্যালিডিটি: ১৭ দিন
  • কলিং সুবিধা: আনলিমিটেড কলিং দেশের যেকোনো নেটওয়ার্কে।
  • ইন্টারনেট: মোট ৫০ এমবি ডেটা
  • SMS সুবিধা: এই প্ল্যানে আলাদা SMS সুবিধা নেই।
  • অ্যাড অন: এই প্ল্যানের সাথে অন্য ডেটা প্যাক বা SMS প্যাক ব্যবহার করা যাবে।

আরও পড়ুন : শীঘ্রই পশ্চিমবঙ্গে ২৫০০০ কর্মসংস্থান হবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন