এবার যে কেউ রাজভবনের সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার থেকে রাজ্যের যেকোনও প্রান্তের সাধারণ মানুষ রাজভবনের সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন । এই সুযোগ করে দিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস । আনুষ্ঠানিক ভাবে রাজভবনের তরফে একথা জানানো হয়েছে ।

কিন্তু, বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট শর্ত । রাজভবনের পুলে ডুব দেওয়ার জন্য কীভাবে যোগাযোগ করবেন, কার সঙ্গে কথা বলবেন সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ।

রাজভবনের এক আধিকারিক বলেন, “রাজ্যপালের এটা মানবিক উদ্যোগ । মূলত প্রান্তিকস্তরের অর্থাৎ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যেই এই উদ্যোগ নিয়েছেন তিনি ।” তবে, চাইলেই রাজভবন চত্বরে ঢুকে পড়া বা রাজভবনে ঢুকেই সুইমিং পুল ডুব দেওয়া যাবে না ৷

কারা এই সুযোগ পাবেন? কীভাবে সুযোগ নেবেন ? তার সমস্তটাই বলে দেওয়া হয়েছে রাজভবনের তরফে । মূলত, শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎকরা যে সমস্ত ব্যক্তিকে অ্যাকোয়াথেরাপি করার পরামর্শ দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করবেন । অনুমতি পেলে রাজভবনের সুইমিং পুলে সাঁতার কাটতেও পারবেন ।

হৃদরোগে আক্রান্ত হয়ে মাসখানেক ধরে রাজ্যপাল হাসপতালে চিকিৎসাধীন ছিলেন । অস্ত্রোপচারের পর চিকিৎসকরা রাজ্যপালকে অ্যাকোয়াথেরাপি করানোর পরামর্শ দেন । তিনি সেটা করে উপকার পেয়েছেন । তার পরই অন্যদের কথা ভেবে রাজভবনের সুইমিং পুল রাজ্যপাল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।

RAJ BHAVAN

রাজভবন (ফাইল ছবি)

 

রাজভবনের এক আধিকারিক বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস ঘোষণা করেছেন যে রাজভবনের সুইমিং পুলটি অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শ্রেণীর রোগীদের জন্য অ্যাকোয়াথেরাপির জন্য উপলব্ধ করা হবে । যাদের চিকিৎসকরা অ্যাকোয়াথেরাপি পরামর্শ দিয়েছেন । অস্ত্রোপচারের পর ডাক্তাররা রাজ্যপালের চিকিৎসার অংশ হিসাবে অ্যাকোয়াথেরাপির সুপারিশ করেছিলেন । এই থেরাপি তাঁকে চিকিৎসায় অনেকটাই সাহায্য করেছে ।’’

ওই আধিকারিক আরও বলেন, ‘‘এই কারণে তিনি উপলব্ধি করেছেন যে তাঁর মতো রাজ্যের বহু মানুষ আছেন যাঁদের এরকম পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা । কিন্তু, অনেক ক্ষেত্রে আর্থিক সংকটের কারণে এই থেরাপি নিতে পারেন না । তাই, বিশেষ করে সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য রাজভবনকে জনসেবা এবং যত্নের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল ।”

 

যাঁরা রাজভবনের সুইমিং পুলে সাঁতার কাটতে চান বা যাঁদের চিকিৎসকরা পরার্মশ দিয়েছেন, তাঁদের ইমেল করতে হবে৷ সেই ইমেল আইডি হল – [email protected]

এছাড়া ফোনও করা যেতে পারে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে ৷ রাজভবনের সুইমিং পুল ব্যবহারের জন্য ফোন করার নম্বর হল – 033 2200 1641

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ, নির্বাচন কীভাবে হবে?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন