‘তৃতীয় বিশ্বে যান’, হাত দিয়ে ভাত খাওয়ায়, কটাক্ষের মুখে নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি

By Bangla News Dunia Dinesh

Published on:

zaharan madnani new york

Bangla News Dunia, দীনেশ :- নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির হাত দিয়ে খাবার খাওয়ার একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে নজর কেড়েছে নেটিজেনদের। আর জোহরানের এই হাত দিয়ে খাবার খাওয়ার বিষয়টিকে “অসভ্য” আচরণ আখ্যা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিল।

আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মামদানি একটি সাক্ষাৎকারের সময় হাত দিয়ে ডাল ও ভাত খাচ্ছেন। এটিকে নেটিজেনদের একাংশ ‘কার্যকর রাজনীতির’ অংশ হিসেবে হিসাবে দেখলেও বহু মানুষের দাবি, কারও সাংস্কৃতিক অভ্যাসের জন্য তাঁর সমালোচনা করা বর্ণবাদী (racist) আচরণ।

গিল তাঁর এক্স অ্যাকাউন্টে করা পোস্টে মামদানির এই হাত দিয়ে খাবার খাওয়ার বিষয়টির বেশ কড়া ভাষাতেই সমালোচনা করেছেন। প্রসঙ্গত, গিল নিজে ভারতীয় বংশোদ্ভূত ভাষ্যকার ড্যানিয়েল ডি’সুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তিনি মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী রিপাবলিকানও বটে।

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ, নির্বাচন কীভাবে হবে?

এন্ড ওয়ার্কনেস (End Wokeness) নামক আকাউণ্ট থেকে পোস্ট করা এই ভিডিওটিতে জোহরানকে হাত দিয়ে ডাল ও ভাত খেতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, হাত দিয়ে ভাত খাওয়ার সময় জোহরান বলেছেন, তাঁর বিশ্বদৃষ্টিকোন (worldview) তৃতীয় বিশ্বের দ্বারা অনুপ্রাণিত।’ এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে গিল লিখেছেন, “আমেরিকার সভ্য লোকেরা এভাবে খায় না। যদি আপনি পশ্চিমী রীতিনীতি গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যান।”

আরও পড়ুন:- যৌবনের এই ভুলগুলো নষ্ট করে দেয় সারাটা জীবন, সাবধান করেছেন চাণক্য

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন