কসবা কাণ্ডে ক্ষমা চাইলেন মদন মিত্র, শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিতর্কিত মন্তব্যের কারণে তাঁকে শোকজ করেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সোমবার রাতে দলকে শোকজের জবাব পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের পর মদন বলেছিলেন, ‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দুজন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তরা।’

গত শনিবার তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে। এরপর রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজের চিঠি পাঠান। তাতে বলা হয়, ‘আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

সূত্রের খবর, সোমবার রাতে শোকজের জবাব পাঠিয়েছেন মদন। পাশাপাশি মন্তব্যের জন্য দলের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। কেন তিনি এই মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। কামারহাটির বিধায়ক এও জানিয়েছেন, এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এখন মদনের জবাব বিবেচনা করে দল কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন